শিক্ষার খবর

JEE Main: শুরু হলো জেইই মেন সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া! আবেদন জানাবেন কিভাবে? জানুন বিস্তারিত

Advertisement

জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পরীক্ষার রেজিস্ট্রেশন। চলবে আগামী ৭ই মার্চ রাত ৯টা পর্যন্ত। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা জেইই মেন এর অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

আবেদন জানাবেন কিভাবে?

১) জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ২ পরীক্ষার আবেদন জানানোর জন্য পরীক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে জেইই মেন সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশনের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে রেজিস্টার অথবা লগ ইন করতে হবে।
৪) এরপর সেশন ২ পরীক্ষার আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে ও ডকুমেন্টসগুলি জমা করতে হবে।
৫) এবার পরীক্ষা ফি জমা করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
৬) সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ কলকাতা মেট্রোরেলে বিনামূল্যে প্রশিক্ষণ

FB Join

এর আগে প্রকাশিত হওয়া পরীক্ষা সূচি অনুসারে জানা যাচ্ছে, জেইই মেন সেশন ২ এর পরীক্ষা শুরু হতে চলেছে এপ্রিল মাসের ৬ তারিখ থেকে। পরীক্ষা আয়োজিত হবে ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ এপ্রিল নাগাদ। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষাটি। জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড দেওয়া হতে পারে মার্চের শেষ সপ্তাহের মধ্যে। প্রসঙ্গত, সম্প্রতি জেইই মেন সেশন ১, পেপার ১ এর ফলাফল প্রকাশ পেয়েছে। পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে তা দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা। এছাড়া পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।

Related Articles