ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে প্রকাশ পেল ইউজিসি নেট ডিসেম্বর ২০২২ Phase-4 এর ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’। এর থেকে নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে ধারণা হবে পরীক্ষার্থীদের। সেক্ষেত্রে ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’ দেখার জন্য ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট (ugcnet.nta.nic.in) এ যেতে হবে পরীক্ষার্থীদের।
কিভাবে চেক করবেন ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’?
১) ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’ চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত UGC NET Dec 2022 এর exam city information slip দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার স্ক্রিনে ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’ দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ
প্রসঙ্গত, ইউজিসি নেট ডিসেম্বর ২০২২ Phase-4 এর পরীক্ষা আয়োজিত হবে মার্চের ১১ ও ১২ তারিখ নাগাদ। এই phase-4 এ চারটি বিষয়ের পরীক্ষা হবে। সূত্রের খবর, আগামী পরীক্ষাগুলির এক্সাম সিটি স্লিপ প্রকাশ পেতে পারে মার্চের ১২ তারিখের পর। এছাড়া পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।