ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) -এর তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে জেইই মেন পরীক্ষার সময়সূচি। এবার জেইই মেন পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করলো এনটিএ। বৃহস্পতিবার রাতে এই পরীক্ষা সংক্রান্ত ঘোষণাগুলি করা হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের জানানো হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (https://nta.ac.in/) -এ নজর রাখতে।
সম্প্রতি এনটিএর তরফে জেইই মেন পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পরীক্ষার্থীরা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট (https://nta.ac.in/) -এ গিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জানাতে পারবেন। জানা যাচ্ছে, জেইই মেন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুটি শিফটে। একটি শিফট হবে জানুয়ারিতে ও অপরটি হবে এপ্রিল নাগাদ। সেক্ষেত্রে জানুয়ারির শিফটে অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন আগামী ১২ই জানুয়ারি রাত ৯টা পর্যন্ত। আবার দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে এপ্রিল মাসে। সেক্ষেত্রে এই সেশনের রেজিস্ট্রেশন চলবে ৭ই ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চের মধ্যে।
আরও পড়ুনঃ ওএমআর শিটের নম্বর বিকৃতি নিয়ে মন্তব্য বিচারপতির
আগ্রহী পরীক্ষার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম, ইমেল আইডি, ফোন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে পরীক্ষার আবেদনপত্রটি পূরণ করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নথি সঠিকভাবে আপলোড করতে হবে পরীক্ষার্থীদের। তারপর রেজিস্ট্রেশন মূল্য সহ আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা ধার্য করা হয়নি এনটিএর তরফে। তবে জানানো হয়েছে, যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই কোনও স্বীকৃত বোর্ডের স্কুল থেকে ২০২১ বা ২০২২ সালে দ্বাদশ শ্রেণী বা সমতুল কোনোও পরীক্ষা দিয়েছেন বা আগামী বছরে দেবেন তাঁরা জেইই মেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে পরীক্ষার্থীদের পূর্ববর্তী দ্বাদশ বা সমতুল পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। এছাড়া জেইই মেন পরীক্ষায় এর আগে যাঁরা অকৃতকার্য হয়েছেন তাঁরাও চাইলে এবছর ফের পরীক্ষা দিতে পারবেন।