সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন সেশন ১ পরীক্ষার ‘এক্সাম সিটি স্লিপ’ প্রকাশ করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট সিটি স্লিপে পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রের শহর, সময় সহ একাধিক তথ্য প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ গিয়ে ‘সিটি স্লিপ’ টি ডাউনলোড করে নিতে।
পরীক্ষার ‘সিটি স্লিপ’ ডাউনলোড করবেন কিভাবে?
১) জেইই মেন সেশন ১ এর ‘এক্সাম সিটি স্লিপ’ ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘Exam city information slip’ ডাউনলোডের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর নিজস্ব বিবরণ দিয়ে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের।
৪) এরপর স্ক্রিনে ‘এক্সাম সিটি স্লিপ’ টি দেখতে পাবেন।
৫) এরপর ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ রাজ্যে LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ
আগামী ২৪শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে জেইই মেন সেশন ১ এর পরীক্ষা। চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। সম্প্রতি পরীক্ষা সূচিতে বদল এনেছে এনটিএ। এরমধ্যে প্রকাশ পাওয়া ‘এক্সাম সিটি স্লিপ’ টি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।