শিক্ষার খবর

UGC NET: সিটি ইন্টিমেশন স্লিপ ও বেশ কিছু পরীক্ষার সময়সূচি প্রকাশ করলো এনটিএ!

Advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে সম্প্রতি প্রকাশ করা হলো ইউজিসি নেট পরীক্ষার আরও বেশ কিছু পরীক্ষার সময়সূচি। এর সাথে প্রকাশ করা হয়েছে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’। যেখান থেকে পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

‘সিটি ইন্টিমেশন স্লিপ’ ডাউনলোড করবেন কিভাবে?

১) ইউজিসি নেট পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমে (https://ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার নিজেদের অ্যাপ্লিকশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে।
৩) এরপর ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ টি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ ভারতীয় স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ

join Telegram

এর আগে ৫৭টি বিষয়ের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছিল এনটিএ। এবার প্রকাশ পেল অন্যান্য পরীক্ষার নির্ঘণ্ট। ইউজিসি নেটের ডিসেম্বর পর্বের জন্য দ্বিতীয় পর্যায়ে আয়োজিত হবে পরীক্ষাগুলি। এই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে চলবে ২ মার্চ পর্যন্ত। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে পরীক্ষা। কোন কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। সূত্রের খবর, পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক। মোট ৮৩টি বিষয়ের উপর ইউজিসি নেট পরীক্ষা নেবে এনটিএ। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ের বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।

FB Join

Related Articles