ভারত সরকারের ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের তরফে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
NTRO Recruitment 2022
Employment No- Nil
পদের নাম- Aviator
মোট শূন্যপদ- ২২ টি।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৫৬,১০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে ভলেন্টিয়ার নিয়োগ
পদের নাম- Technical Assistant
মোট শূন্যপদ- ১৬০ টি।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৪৪,৯০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- Aviator পদের ক্ষেত্রে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান Engineering -এ Degree/ PG করা থাকতে হবে। এবং Technical Assistant পদের ক্ষেত্রে Computer Science & Information Technology/ Electronics & Communication-এ Digree/ PG করে থাকলে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে ক্লার্ক ও ট্রেড হেল্পার নিয়োগ
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা। এবং SC/ ST/ PWD/ Female প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
আবেদনের শুরু ও শেষ তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২২ থেকে ২১ জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here