রাজ্যের বিশ্ববিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
West Bengal NUJS Recruitment 2023
Employment No- 2022/02/Faculty & Admin
পদের নাম- Teaching and Non Teaching Staff
মোট শূন্যপদ- ১০ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Teaching Assistant, Research Assistant, Hostel Manager, Account Assistant, Technical Assistant সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
বয়স- উল্লেখিত পদ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১০ টি চাকরির খবর
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format -এ (registrar@nujs.edu) ইমেইল করতে হবে। এবং অফলাইনের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The West Bengal National University Judicial Science, Dr. Ambedkar Bhawan, 12 LB Block, Sector III, Salt Lake, Kolkata- 700160
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২০ জানুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ ভারতীয় রেলে ৪,১০৩ টি শূন্যপদে নিয়োগ
Official Notification: Download Now
Application Form: Teaching | Non Teaching