রাজ্য পুলিশের কনস্টেবলে বেড়েছে শূন্যপদের হার। যা ধারাবাহিক ভাবে বেড়েছে গত তিন বছর ধরে। সূত্রের খবর, কনস্টেবল পদে প্রতি ১০০টির মধ্যে ৪৪টি খালি পড়ে রয়েছে। দেশের বড়ো ও মাঝারি রাজ্যের মধ্যে শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে।
সম্প্রতি টাটা ট্রাস্টের নেতৃত্বে একগুচ্ছ বেসরকারি সংস্থা ‘ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২২’ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট রিপোর্টে দেখা যাচ্ছে পুলিশ, জেল, আদালত ও আইনি সাহায্যের নিরিখে দেশের ১৮টি বড়ো ও মাঝারি রাজ্যের মধ্যে ১৭ তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া পুলিশ ও বিচার বিভাগের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান একেবারে শেষে তথা ১৮ তে। রিপোর্ট অনুসারে রাজ্য কনস্টেবলে ৪৪ শতাংশ শূন্যপদ খালি থাকার তথ্য সামনে এসেছে। এর আগে ২০১৯ সালের প্রথম রিপোর্টে দেখা যায় সংশ্লিষ্ট ক্ষেত্রে খালি রয়েছে প্রায় ৩১ শতাংশ পদ। অর্থাৎ বোঝা যাচ্ছে গত তিন বছরে যথেষ্টই বেড়েছে শূন্য পদের হার।
আরও পড়ুনঃ ২ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার
প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যে কনস্টেবল নিয়োগের ১০ শতাংশ আসন সিভিক ভলান্টিয়ার জন্য সংরক্ষণের আশ্বাস দেন। তিনি জানান, সিভিক ভলান্টিয়ারদের মধ্যে থেকে যোগ্যতা অনুসারে প্রার্থীদের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। যদিও তাঁদের পরীক্ষা দিয়েই চাকরি পেতে হবে বলে জানানো হয় রাজ্যের তরফে।