ওয়েল এন্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন লিমিটেডে (ONGC) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No. – ONGC/APPR/1/2023/
পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ২৫০০ টি। (Northern Sector– ১৫৯ টি, Mumbai Sector– ৪৩৬ টি, Western Sector– ৭৩২ টি, Eastern Sector– ৫৯৩ টি, Southern Sector– ৩৭৮ টি, Central Sector– ২০২ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ট্রেড, ডিপ্লোমা এবং গ্রাজুয়েট শিক্ষানবীশদের ক্ষেত্রে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। ট্রেড শিক্ষানবীশদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা আইটিআই সার্টিফিকেট থাকা আবশ্যক। ডিপ্লোমা শিক্ষানবীশদের সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা আবশ্যক। গ্রাজুয়েট শিক্ষানবীশদের B.A, B.Com, B.Sc, B.B.A, B.E., B.Tech ডিগ্রী থাকা আবশ্যক।
চাকরির খবরঃ রাজ্যে যোগা ইন্সট্রাক্টর পদে কর্মী নিয়োগ
মাসিক স্টাইপেন্ড- Graduate Apprentice দের মাসিক ৯০০০/- টাকা, Diploma Apprentices দের মাসিক ৮০০০/- টাকা, Trade Apprentices দের মাসিক ৭০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা- প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সেক্ষেত্রে আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে ২০ সেপ্টেম্বর, ১৯৯৯ থেকে ২০ সেপ্টেম্বর, ২০০৫ তারিখের মধ্যে।
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে আবেদনকারীদের একটি বৈধ মোবাইল নাম্বার এবং একটি ইমেইল আইডি থাকা আবশ্যক। প্রথমে নির্দিষ্ট পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশান করে নিতে হবে। তারপর নির্দেশ অনুযায়ী আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে।
চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে
আবেদনের শেষ তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now