চাকরির খবর

ওয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ চলছে, Oil India Recruitment 2021

Advertisement

ভারত সরকার অনুমোদিত ওয়েল ইন্ডিয়া লিমিটেডে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের হেড অফিসগুলিতে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। Oil India Recruitment 2021.

চাকরির খবর: আগস্ট মাসের সমস্ত চাকরির খবর

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও ওয়েল্ডারে ট্রেড সার্টিফিকেট। ওয়েল্ডিং জব এবং গ্যাস কাটিং রিলেটেড জব অথবা পোর্টেবল গ্রাইন্ডিং মেশিন জব সম্পর্ক অন্ততপক্ষে দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ফিল্টার
শূন্যপদ- ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও ওয়েল্ডারে ট্রেড সার্টিফিকেট। পাম্প সেট, আয়রন রিমুভাল, ফেব্রিকেশন অফ পাইপলাইন, ওয়াটার সাপ্লাই সেট আপ এর কাজ সম্পর্কে অন্ততপক্ষে দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক
শূন্যপদ- ৫টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও ডিজেল মেকানিকে ট্রেড সার্টিফিকেট। অয়েল এবং গ্যাস ইন্ডাস্ট্রিতে মেইনটেনেন্স অফ ডিজেল অথবা গ্যাস ইঞ্জিন/ রেসিপ্রোকেটিং অথবা সেন্ট্রিফিউগাল পাম্প সেট/ রেসিপ্রোকেটিং অথবা স্ক্রু এয়ার কম্প্রেসর এর কাজ সম্পর্কে অন্ততপক্ষে দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
বেতন- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে বেতনক্রম প্রতিমাসে ১৬,৬৪০ টাকা।

চাকরির খবর: বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন চলছে

পদের নাম- ইলেকট্রিক্যাল সুপারভাইজার
শূন্যপদ- ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত স্বীকৃত স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং সরকার অনুমোদিত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা। ড্রিলিং অথবা ওয়াকওভার এর কাজে অন্ততপক্ষে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৫০০ টাকা।

পদের নাম- গ্যাস লগার
শূন্যপদ- ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোনো বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্যাস লগিং এর কাজে অন্ততপক্ষে একবছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেকট্রিশিয়ান
শূন্যপদ- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে দু বছরের কোর্স। ড্রিলিং/ওয়াকওভার এর কাজে অন্ততপক্ষে দু বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন- উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে বেতনক্রম প্রতিমাসে ১৬,৬৪০ টাকা।

পদের নাম- কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যাতে স্নাতক এবং আপস্ট্রিম অয়েল এবং গ্যাস ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল অ্যাক্টিভিটি ফিল্ড/ ল্যাব এর কাজে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৫০০ টাকা।

চাকরির খবর: স্নাতক পাশে ব্যাংকে কর্মী নিয়োগ

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট মেকানিক্স পাম্প
শূন্যপদ- ১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস এবং মেকানিক ডিজেল/ ফিটার ট্রেড এ সরকার অনুমোদিত সার্টিফিকেট। অ্যাসিস্ট্যান্ট মেকানিক (পাম্প) এ অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম- ড্রিলিং রিগমান
শূন্যপদ- ২৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে ভারত সরকার অনুমোদিত যেকোনো টেট সার্টিফিকেট। ড্রিল্লিং ঋগ এর কাজে অন্ততপক্ষে চার বছরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট মেকানিক – ICE
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে মেকানিক্যাল ডিজেলে ট্রেড সার্টিফিকেট। ICE ইঞ্জিন সমকক্ষ ফিল্ডে অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা।

বয়স- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
বেতন- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে বেতনক্রম প্রতিমাসে ১৬,৬৪০ টাকা।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা তাদের নিজস্ব বায়ো ডাটা এবং সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিগুলি ওয়াকিং প্যাকটিকেল/ পার্সোনাল অ্যাসেসমেন্টের স্কিল টেস্ট তারিখের আগে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে এবং সঙ্গে আরও কি কি নথি জমা দিতে হবে তা নীচে দেওয়া হলো-
১) বর্তমান এক কপি কালার ফটো।
২) আইডেন্টি প্রুফ এবং এড্রেস প্রুফ।
৩) মাধ্যমিকের মার্কশীট, এডমিট ও সার্টিফিকেট।
৪) অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৫) সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।

চাকরির খবর: ডি.এল.এড কোর্সে আবেদন চলছে

রেজিস্ট্রেশনের এবং ওয়াক ইন প্রাক্টিক্যাল/ পার্সোনাল অ্যাসেসমেন্টের স্কিল টেস্ট এর সময় ও তারিখ-
অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার- ১৬/০৮/২০২১
অ্যাসিস্ট্যান্ট ফিটার- ১৮/০৮/২০২১
অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক- ২০/০৮/২০২১
ইলেকট্রিক্যাল সুপারভাইজার- ২৩/০৮/২০২১
গ্যাস ব্লগার- ২৫/০৮/২০২১
অ্যাসিস্ট্যান্ট রীগ ইলেকট্রিশিয়ান- ৩০/০৮/২০২১
কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ০২/০৯/২০২১
অ্যাসিস্ট্যান্ট মেকানিক পাম্প- ০৬/০৯/২০২১
ড্রিলিং ঋগমান- ০৮/০৯/২০২১
অ্যাসিস্ট্যান্ট মেকানিক ICE- ১৩/০৯/২০২১
(সকাল ৭ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত হবে)

রেজিস্ট্রেশনের স্থান- Employee Welfare Office, Nehru Maidan, Oil India Limited, Duliajan.

নির্বাচন পদ্ধতি- প্র্যাকটিক্যাল নাম্বার এবং পার্সোনাল অ্যাসেসমেন্টের স্কিল টেস্ট এর উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ ছমাসের চুক্তির ভিত্তিতে।

Official Website: Click Here

Related Articles