আগামী ১৪ই মার্চ থেকে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের উচ্চমাধ্যমিকে আনা হচ্ছে একাধিক নজিরবিহীন পরিবর্তন। সূত্রের খবর, এবছর পার্ট ওয়ান ও পার্ট টু এর উত্তরের ক্ষেত্রে আলাদা আলাদা উত্তরপত্রে লেখার চল উঠে যাচ্ছে। তার বদলে এবার থেকে একটি উত্তরপত্রে পরীক্ষা দেবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।
সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষায় পার্ট ওয়ান ও পার্ট টু প্রশ্নের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র দেওয়ার নিয়ম ছিল। যেখানে পার্ট ওয়ানের মাল্টিপল চয়েসের প্রশ্নপত্রে তার উত্তর লিখে জমা করে দিতে হতো পরীক্ষার্থীদের। আর পার্ট টু এর জন্য দেওয়া হতো পৃথক প্রশ্নপত্র। পরীক্ষার হলে দুটি বিভাগের উত্তরপত্র একসাথে জমা দিতেন পরীক্ষার্থীরা। আর বাড়ি নিয়ে আসতে পারতেন পার্ট টু এর প্রশ্নপত্রটি। তবে এবার থেকে এই নিয়মে বদল আসতে চলেছে।
চাকরির খবরঃ পারমাণবিক জ্বালানী কমপ্লেক্সে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
জানা যাচ্ছে, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পার্ট ওয়ানের প্রশ্নগুলির উত্তর লেখার জন্য উত্তরপত্রেই ছক কাটা থাকবে। উত্তর লিখতে হবে নির্দিষ্ট ঘরে। পার্ট ওয়ানের মাল্টিপল চয়েস ও শর্ট অ্যানসার টাইপ কোয়েশ্চেন দুটির ক্ষেত্রেই বজায় থাকবে এই ব্যবস্থা। প্রসঙ্গত, ১৪ই মার্চ থেকে কড়া নিয়মনীতির আবরণে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের অসংখ্য পরীক্ষার্থী। পরীক্ষার পরিচালনায় কোনোরকম ত্রুটি রাখতে চাইছে না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।