মে মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে গরমের ছুটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত ২রা মে থেকে ছুটি ঘোষণা হয়েছে সরকারি স্কুলগুলিতে। এই ছুটি কবে শেষ হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি আসেনি শিক্ষা দফতরের তরফে। এদিকে এতদিনের ছুটির কারণে পড়ুয়াদের পঠনপাঠনে যে ঘাটতি হচ্ছে তার প্রতিকারে অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ।
ছুটি শুরুর আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, গরমের ছুটিতে যে ক্লাসগুলি নষ্ট হচ্ছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের। এপ্রিলের অতিরিক্ত গরমে মুখ্যমন্ত্রী যে সাতদিনের ছুটি ঘোষণা করেছিলেন, তখন মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন বহু বিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হয়েছিল। সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের তরফে রাজ্যের বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পড়ুয়াদের সিলেবাস সঠিক সময়ের মধ্যে শেষ করা যায়। সেক্ষেত্রে স্কুলগুলি যাতে অনলাইনে ক্লাস নিতে পারে তার জন্য স্কুলগুলির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট গাইডলাইন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ নিয়ম মেনে ক্লাস করলে পরীক্ষায় বসতে পারবেন ডি.এল.এড পড়ুয়ারা
প্রসঙ্গত, গরমের ছুটিতে রাজ্যের বহু সরকারি বিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে। এছাড়া বেসরকারি স্কুলগুলিতেও অনলাইনে ক্লাস নেওয়া হবে। এর দ্বারা ছুটির মধ্যেও পড়ুয়াদের সিলেবাস কমপ্লিট করা সম্ভব। উল্লেখ্য, মে মাসের শেষ সপ্তাহ থেকে গরমের ছুটি পড়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে তা এগিয়ে আনা হয়েছে। কিন্তু এখন গরম তুলনামূলকভাবে কম থাকায় শিক্ষক মহলের দাবি, আগের সূচি অনুযায়ী ছুটি হলেই তা ঠিক হতো।