গরমের ছুটিতে পড়ুয়াদের সিলেবাস কমপ্লিট করার উদ্দেশ্যে বেশ কিছুদিন ধরেই নেওয়া হচ্ছিল অনলাইনে ক্লাস। রাজ্য সরকারের নির্দেশ ছিল, ছুটি চলাকালীন কোনোভাবেই স্কুল চালানো যাবে না। এদিকে সরকারের নির্দেশ অমান্য করেই চলছিল অনলাইন মাধ্যমে পঠনপাঠন। আর এবার খবর মিলতেই কড়া হলো প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশ, অতি শীঘ্রই বন্ধ করতে হবে সমস্ত অনলাইন ক্লাস।
সংশ্লিষ্ট ঘটনাটি কেরল রাজ্যের। সূত্রের খবর, সেখানে গরমের ছুটির মধ্যেই নিয়ম বহির্ভূতভাবে একাধিক বিদ্যালয়ে অনলাইনে ক্লাস করানোর অভিযোগ এসেছে। খবর পৌছতে এবার তড়িঘড়ি ব্যবস্থা নিল সরকার। ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে বিদ্যালয়গুলির উদ্দেশ্যে। রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত বিদ্যালয়ের জন্যই এই নির্দেশ কার্যকরী হবে। এর পরেও নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেবে কেরল সরকার।
আরও পড়ুনঃ অনলাইন ক্লাসে জোর দিল মধ্যশিক্ষা পর্ষদ
প্রসঙ্গত, গত ২রা মে থেকে পশ্চিমবঙ্গেও পড়ে গিয়েছে গরমের ছুটি। এই ছুটির ফলে পড়ুয়াদের পঠনপাঠনে তে ঘাটতি হচ্ছে তার মেরামতে ছুটির পর অতিরিক্ত ক্লাস করার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। সেই উদ্দেশ্যে স্কুলগুলির শিক্ষক, শিক্ষিকাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।