জেনারেল নলেজ

Optical Illusion: স্ক্রিনের ছবি থেকে এক চান্সে খুঁজে বের করুন ‘4421’ সংখ্যাটি! ঠিক ১৫ সেকেন্ডের মধ্যে

আপনার দৃষ্টিশক্তি কি খুবই তীক্ষ্ণ? মুহূর্তে খুঁজে বের করেন অদৃশ্য বস্তু? তাহলে আজকে আপনার জন্য রইল এই অপটিক্যাল ইলিউশন ধাঁধাটি।

Advertisement

ইদানিং অপটিক্যাল ইলিউশনের খেলাগুলি বহুল জনপ্রিয়। আট থেকে আশি যে কোনো বয়সের মানুষ এই খেলায় অংশ নিচ্ছেন। এতে শুধু যে সময় কাটছে তা নয়, বরং বাড়ছে মনোযোগ ও কাজে মনোনিবেশ করার ক্ষমতা। পাশাপাশি আপনার দৃষ্টিশক্তির প্রখরতা কতটা, তাও মাপা হয়ে যায় এই খেলাগুলির মাধ্যমে। আজ ‘Exam Bangla’-এর পাতায় তেমনই একটি অপটিক্যাল ইলিউশনের টেস্ট দেওয়া হল। পনেরো সেকেন্ডের মধ্যে এই টেস্টে পাশ করতে পারলে আপনি সত্যিই একজন জিনিয়াস।

অপটিক্যাল ইলিউশনের গেমটির নিয়ম কী? স্ক্রিনে প্রদর্শিত ছবিতে আপনি দেখতে পাচ্ছেন অনেক বার ’44Z1′ লেখা রয়েছে। পাশাপাশি কলামে পরপর লেখা রয়েছে ’44Z1’। আবার এর মধ্যেই চুপিসারে লেখা রয়েছে ‘4421’। আপনার কাজ হবে সঠিক মনোযোগ দিয়ে ছবিটিকে দেখে সেখান থেকে ওই ‘4421’ কে খুঁজে বের করে চিহ্নিত করা। এর জন্য আপনি পাবেন ঠিক পনেরো সেকেন্ড সময়। যার মধ্যে খেলাটি কমপ্লিট করতে হবে আপনাকে।

আপনার সময় শুরু হল এখন থেকে

১০

১১

১২

১৩

১৪

১৫

Optical Illusion

Optical Illusion

পেয়েছেন খুঁজে? উত্তর যদি ‘না’ হয় তবে আপনার জন্য রইল দ্বিতীয় সুযোগ

১০

১১

১২

১৩

১৪

১৫

Optical Illusion

আশা করি উত্তরটি পেয়ে গেছেন আপনি। আর যদি না পেয়ে থাকেন তবে আপনার জন্য রইল ছোট্ট একটা ক্লু। লাস্ট থেকে তিন নম্বর কলামের দিকে নজর দিন। ওখানেই লুকিয়ে রয়েছে আপনার উত্তর। আর একবার চেষ্টা করে দেখুন উত্তর খুঁজে পাবেন আপনি নিজেই।

Optical Illusion

Optical Illusion

Related Articles