কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের মাধ্যমে ক্যান্টনমেন্ট বোর্ড পাচমাড়িতে ক্লার্ক, পিয়ন, চৌকিদার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-
পদের নাম- Sub Engineer (Civil)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil Engineering -এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৩২,৮০০/- টাকা থেকে ১,০৩,৬০০/- টাকা।
পদের নাম- Junior Clerk
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন– পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৩০০/- টাকা ৮০,৫০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ
পদের নাম- Assistant Teacher
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ TET/ CTET পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৩০০/- টাকা ৮০,৫০০/- টাকা।
পদের নাম- Pump Attendant
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Instrument Mechanic -এ ITI Course করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২২,১০০/- টাকা ৭০,০০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ
পদের নাম- Electrician
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrician / Wireman -এ ITI Course করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৫০০/- টাকা থেকে ৬২,২০০/- টাকা।
পদের নাম- Plumber
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Plumber Trade -এ ITI Course করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৫০০/- টাকা থেকে ৬২,২০০/- টাকা।
পদের নাম- Safaiwala, Mali, Ayah
শিক্ষাগত যোগ্যতা- পঞ্চম শ্রেণী পাশ।
বেতন– পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৫,৫০০/- টাকা থেকে ৪৯,০০০/- টাকা।
পদের নাম- Peon, Chowkidar
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৫,৫০০/- টাকা থেকে ৪৯,০০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৯০০+১০০=১০০০/- টাকা। এবং আর বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে ৯০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, মেডিকেল টেস্টে ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হয়।
Official Notification: Download Now
Apply Now: Click Here