এক নজরে
দেশের এবং রাজ্যের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রার্থীদের জন্য আমরা পদ্ম পুরস্কার ২০২৪ PDF তালিকাটি প্রকাশ করলাম। বিভিন্ন প্রতিযোগিতা মূলক চাকরি পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য এই তালিকাটি খুবই গুরুত্ত্বপূর্ণ। বিভিন্ন সময়ে জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন চাকরি পরীক্ষায় এই বিষয় সংক্রান্ত প্রশ্ন আসে। নিচে পদ্ম পুরস্কার ২০২৪ PDF সম্পূর্ণ তালিকাটি দেখে নাও। আসন্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় পদ্ম পুরস্কার ২০২৪ PDF তালিকাটি থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে।
পদ্ম পুরস্কার ২০২৪ PDF
ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক সম্মান হল পদ্ম পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সেবা প্রদানের কারণে বিশিষ্ট ব্যক্তিবর্গকে এই পুরস্কার প্রদান করা হয়। পদ্ম পুরস্কার মূলত তিনটি বিভাগে দেওয়া হয়। বিভাগগুলি হল- পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী। ব্যতিক্রমী কোনো ক্ষেত্রে বিশেষ সেবা প্রদানের জন্য পদ্ম বিভূষণ, নিরন্তরভাবে যেকোনো একটি বিশেষ ক্ষেত্রে দীর্ঘকাল যাবৎ সেবা প্রদানের জন্য দেওয়া হয় পদ্ম ভূষণ পুরস্কার। দেশের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সেবা প্রদানকারী ব্যক্তিদের দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার।
পদ্ম বিভূষণ পুরস্কার ২০২৪ PDF
পদ্ম বিভূষণ ২০২৪ | ||
নাম | ক্ষেত্র | রাজ্য |
সুশ্রী বৈজয়ন্তীমালা বালি | শিল্প | তামিলনাড়ু |
শ্রী কোনিদেলা চিরঞ্জীবী | শিল্প | অন্ধ্রপ্রদেশ |
শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু | পাবলিক অ্যাফেয়ার্স | অন্ধ্রপ্রদেশ |
শ্রী বিন্দেশ্বর পাঠক | সমাজকর্ম | বিহার |
সুশ্রী পদ্মা সুব্রহ্মণ্যম | শিল্প | তামিলনাড়ু |
পদ্ম ভূষণ পুরস্কার ২০২৪ PDF
পদ্ম ভূষণ ২০২৪ | ||
নাম | ক্ষেত্র | রাজ্য |
এম ফাতিমা বিবি | পাবলিক অ্যাফেয়ার্স | কেরালা |
শ্রী হরমুসজি এন কামা | সাহিত্য ও শিক্ষা | মহারাষ্ট্র |
শ্রী মিঠুন চক্রবর্তী | শিল্প | পশ্চিমবঙ্গ |
শ্রী সীতারাম জিন্দাল | বাণিজ্য ও শিল্প | কর্ণাটক |
শ্রী ইয়ং লিউ | বাণিজ্য ও শিল্প | তাইওয়ান |
শ্রী অশ্বিন বালাচাঁদ মেহতা | মেডিসিন | মহারাষ্ট্র |
শ্রী সত্যব্রত মুখার্জি | পাবলিক অ্যাফেয়ার্স | পশ্চিমবঙ্গ |
শ্রী রাম নায়েক | পাবলিক অ্যাফেয়ার্স | মহারাষ্ট্র |
শ্রী তেজস মধুসূদন প্যাটেল | মেডিসিন | গুজরাট |
শ্রী ওলানচেরি রাজাগোপাল | পাবলিক অ্যাফেয়ার্স | কেরালা |
শ্রী দত্তাত্রয় অম্বাদাস মায়ালু | শিল্প | মহারাষ্ট্র |
শ্রী তোগদান রিনপোচে | আধ্যাত্মবাদ | লাদাখ |
শ্রী পেয়ারেলাল শর্মা | শিল্প | মহারাষ্ট্র |
শ্রী চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর | মেডিসিন | বিহার |
সুশ্রী উষা উথুপ | শিল্প | পশ্চিমবঙ্গ |
শ্রী বিজয়কান্ত | শিল্প | তামিলনাড়ু |
শ্রী কুন্দন ব্যাস | সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতা | মহারাষ্ট্র |
পদ্মশ্রী পুরস্কার ২০২৪ PDF
নিচের ডাউনলোড অপশন থেকে পদ্ম পুরস্কার ২০২৪ PDF সম্পূর্ণ তালিকাটি ডাউনলোড করতে পারবেন। উক্ত PDF তালিকাতে ২০২৪ সালের সমস্ত পদ্মশ্রী প্রাপকদের নামের তালিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য পশ্চিমবঙ্গ থেকে এবার ৪ জন ব্যক্তি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। মা দুর্গার মূর্তি নির্মাতা শ্রী সনাতন রুদ্র পাল, ভাদু সংগীত এবং যাত্রার পরিচিত মুখ তথা পরিশ্রমের মাধ্যমে সকল বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের প্রতীক শ্রী রতন কাহার, প্রকৃতির একান্ত বন্ধু ‘গাছ দাদু’ নামে পরিচিত শ্রী দুখু মাঝি এবং ছৌ নাচকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কারিগর শ্রী নেপাল চন্দ্র সূত্রধর এই বছরের পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নিজেদের নাম অঙ্কিত করলেন।
Padma Awards 2024 Winner List PDF: Download Now