জেলার সমস্ত মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন ব্লকে কত শূন্যপদ এবং আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।
পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ১৬৮ টি।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিকে উত্তীর্ণা অথবা অনুত্তীর্ণা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে শুধুমাত্র বিবাহিত, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
চাকরির খবরঃ ৮ হাজার শূন্যপদে গ্রূপ-সি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে তার সঙ্গে ৫ টাকার ডাকটিকিট লাগাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) বিবাহিতদের মেরেজ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছেদের ডিভোর্স সার্টিফিকেট। বিধবাদের স্বামীর ডেড সার্টিফিকেট।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ০৪/০৪/২০২২ সকাল ১১টা থেকে বিকেল ৫ টার মধ্যে জমা দিতে হবে।
নিয়োগের স্থান- মেদিনীপুর সদর মহকুমার ৬ টি ব্লকে এবং খড়গপুর মহাকুমার ১০ টি ব্লকে।
১) খড়গপুর মহাকুমার ১০ টি ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে। ব্লকগুলি হলো- দাঁতন ১, দাঁতন ২, ডেবরা, কেশিয়ারি, খড়গপুর ১, খড়গপুর ২, মোহনপুর, নারায়ণগড়, পিংলা ও সবং। খড়গপুর মহাকুমার ১০ টি ব্লকে মোট ১০১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
২) মেদিনীপুর সদর মহকুমার ৬ টি ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে। ব্লকগুলি হলো- গড়বেতা ১, গড়বেতা ২, গড়বেতা ৩, কেশপুর, মেদিনীপুর সদর ও শালবনি। মেদিনীপুর সদর মহকুমার ৬ টি ব্লকে মোট ৬৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ রেলওয়ে স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ
Official Notification-
Kharagpur Sub- Division: Click Here
Medinipur Sadar Sub- Division: Click Here
Official Website: Click Here