রাজ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক ও পিওন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক ও পিওন।
বয়স- ১ জুলাই ২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ক্লার্ক পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ১০ হাজার টাকা। ও পিওন পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৮ হাজার টাকা।
চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন- টিচিং স্টাফ নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of LDC/Peon.
আবেদনপত্র জমা শেষ তারিখ- ২৮ সেপ্টেম্বর, ২০২২
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Chamber of the Assistant Commissioner, Medinipur Division, (1st floor Room No- 205, O/o Divisional Commissioner, Medinipur Division, At Keranitola Hospital Road, Dist-Paschim Medinipur, Pin-721101, West Bengal, Beside DL & LRO Office)
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন সকাল ৯:৩০ টার মধ্যে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১ টা।
চাকরির খবরঃ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
৪) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫) Applicant Retired LPC/ PPO সার্টিফিকেট।
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here