রাজ্য সরকারের ফুড প্রজেক্টের মাধ্যমে কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No– MU:CE:22-23/603
পদের নাম- Head Sales & Marketing
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format -এ office.mimul@gmail.com – ইমেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- শর্ট লিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ স্থান- The Midnapore Co-op Milk Producers Union Ltd, Ashok Nagar, Midnapore, Paschim Medinipur -721101
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here








