পশ্চিমবঙ্গ সরকারের জেলা শিশু সুরক্ষা দপ্তরে অফিস ইন চার্জ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- 144/DCPU/SW
পদের নাম- Office In-Change (F)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Work/ Sociology/ Psychology/ Psychiatry/ Law Public Health/ Community Resources Management -এ Post Graduate Degree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৩৩,১০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ২৭ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of ______(পদের নাম)।
চাকরির খবরঃ IRCON -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- DCPU (District Child Protection Unit), Social Welfare Section, Office of the District Magistrate, Paschim Medinipur, Pin- 721101
আবেদনের শেষ তারিখ- ২৪ এপ্রিল, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here