রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। WB DM Office Recruitment 2023
Employment No- 1207/LA
Notification Published Date-29/12/2022
পদের নাম- Surveyor
মোট শূন্যপদ- ২ টি।
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Govt. Retired Employees হতে হবে। এবং (Land Acquisition/ National Highway/ Others Central PSUS কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্টোর কিপার নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত শিক্ষাগত যোগ্যতার সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান– Office of the District Magistrate, Paschim Medinipur,
ইন্টারভিউয়ের তারিখ- ১৭ জানুয়ারি, ২০২৩ ( দুপুর ১২ টা )
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) পেনশন পেমেন্ট অর্ডার। (PPO)
২) ভোটার কার্ড/ আধার কার্ড।
৩) দু কপি পাসপোর্ট সাইজের ফটোকপি।
৪) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
চাকরির খবরঃ BSNL -এ 11,700+ শূন্যপদে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here