PM Internship Scheme 2024: কেন্দ্রীয় সরকারের PM Internship Scheme -এর মাধ্যমে বেকার চাকরি প্রার্থীদের নিয়োগ হবে ভারতবর্ষের বড় বড় সংস্থায়। কেন্দ্রীয় সরকারের নতুন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন PM Internship Scheme প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। ঘোষণা অনুযায়ী ৩ অক্টোবর এই প্রকল্পের শুভ সূচনা হয়েছে।
PM Internship Scheme 2024
PM Internship Scheme প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের বড় বড় সংস্থা যেমন ITC, Reliance, TCS, Infosys, Wipro, Mahindra, Maruti Suzuki, Hindustan Unilever, ICICI, HDFC সহ মোট ৫০০ টি কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ। দেশ জুড়ে চাকরি প্রার্থীরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ইন্টার্ন হিসেবে এইসব সংস্থায় কাজে নিযুক্ত হতে পারবেন। পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- ইন্টার্ন হিসাবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট রাখা হয়নি। বিভিন্ন সংস্থায় কাজের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন থাকবে। যেমন- মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, ITI, BA, B.Sc., B.Com, BCA ইত্যাদি।
চাকরির খবরঃ কলকাতা জুট কর্পোরেশনে নিয়োগ চলছে
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ২৪ বছরের মধ্যে।
মাসিক স্টাইপেন্ড- ইন্টার্ন হিসেবে কাজে নির্বাচিত হওয়ার পর প্রতিমাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। প্রশিক্ষণের সময়সীমা ১২ মাস জুড়েই এই স্টাইপেন্ড পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ৫০০০ টাকার মধ্যে ৫০০ টাকা কোম্পানির তরফ থেকে প্রদান করা হবে এবং বাকি ৪৫০০ টাকা কেন্দ্রীয় সরকার প্রদান করবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। PM Internship Scheme -এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ওয়েবসাইট টি হল pminternship.mca.gov.in
Official Notice: Download Now
500 Company List: Download Now
Apply Now: Click Here