পিএম ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা UCIL এর পক্ষ থেকে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীদের ইন্টার্নশিপ এর জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে প্রতিমাসে মোটা অংকের বেতনের পাশাপাশি কর্মজীবনের বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারবেন নিযুক্ত কর্মীরা। ইন্টার্নশিপের সময়সীমার শেষে মূল্যবান সরকারি সার্টিফিকেটের পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা একেবারেই এই নিয়োগের সুযোগ হাতছাড়া করবেন না।
পদের নাম অনুসারে শিক্ষাগত যোগ্যতা-
১) কেমিকাল প্লান্ট অপারেশন সার্ভিস- রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি
২) JKD ও TMPL ইউনিটের মাইনিং অপারেশন ইন্টার্ন- মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী
৩) ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেনেন্স ইন্টার্ন- ITI -ইলেকট্রিশিয়ান
৪) HR ও ডাটা এন্ট্রি অপারেটর- স্নাতক ডিগ্রি
৫) মেকানিক্যাল মেনটেনেন্স ইন্টার্ন- ITI -মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন
৬) মেকানিক্যাল মেনটেনেন্স সুপারভাইজিং ইন্টার্ন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী
৭) ইকুইপমেন্ট রিপেয়ার- ITI -ফিটার
৮) কেমিক্যাল প্লান্ট অপারেশন সুপারভাইজিং ইন্টার্ন- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী
৯) সিভিল কনস্ট্রাকশন সুপারভাইজিং ইন্টার্ন- সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি
মোট শূন্য পদের সংখ্যা- ১৩৭ টি।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে পড়বে? ঘোষণা করল পর্ষদ
বয়সসীমা:
উপরে উল্লেখিত সকল পদগুলিতে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় দেওয়া হবে।
মাসিক বেতনের পরিমাণ:
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ৪,৫০০ টাকা এবং উল্লেখিত সংস্থার পক্ষ থেকে ৩,৫০০ টাকা মিলিয়ে মোট ৮,০০০ টাকার বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এর পাশাপাশি সংস্থার পক্ষ থেকে এককালীন ৬,০০০ টাকা প্রদান করা হবে প্রতিটি কর্মীকে।
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
আবেদন পদ্ধতি:
আবেদনে ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে অনলাইন মাধ্যমে সবার প্রথমে নিজেদের নাম রেজিস্টার করে নিতে হবে। এর জন্য www.pminternship.mca.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনরকম তারিখের কথা উল্লেখ করা হয়নি। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্দান্ত ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন সেরে ফেলুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.