রোজগার মেলায় বিরাট পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের প্রায় ৭১ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন তিনি। মঙ্গলবার সকালে রোজগার মেলা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় ডাক বিভাগ।সংশ্লিষ্ট অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এই কনফারেন্সে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করেন তিনি।
ওইদিন ছিল মোদী সরকারের নয় বছরের বর্ষপূর্তি। প্রধানমন্ত্রী দিনটির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, নয় বছর আগে এই দিন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল’। দেশের সরকারি চাকরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগে সরকারি চাকরির আবেদন করা যথেষ্ট সমস্যার ও সময়সাপেক্ষ ছিল। কিন্তু অনলাইন মাধ্যমের দৌলতে তা অনেক বেশি সুবিধাজনক হয়ে গিয়েছে। এখন আবেদন করা থেকে ফলাফল জানা সবটাই অনলাইনের মাধ্যমে হচ্ছে।
আরও পড়ুনঃ দূরদর্শন কেন্দ্র কলকাতাতে চাকরির সুযোগ
মুলত দেশের শিক্ষিত যুবকদের কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে ‘রোজগার মেলার’ আয়োজন করা হয়। গত বছরের ২২ অক্টোবর ৭৫ হাজার জন, ২২ নভেম্বর ৭১ হাজার জন নিয়োগ পত্র পান। এরপর চলতি বছরের ২০ জানুয়ারি ৭১ হাজার জন ও ১৩ এপ্রিল ফের ৭১ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। যার দরুণ দেশের প্রচুর সংখ্যক প্রার্থীর কর্মসংস্থান সুনিশ্চিত-সহ শূন্যপদগুলির পূরণ সম্ভব হয়েছে। সূত্রের খবর, নিয়োগপত্র পাওয়া ৭১ হাজার প্রার্থীদের কর্মক্ষেত্রে নিযুক্ত করার আগে অনলাইন ওরিয়েন্টশন কোর্স করানো হবে।
এবছর দেশ জুড়ে ২২ টি রাজ্যের ৪৫ টি কেন্দ্রে ‘রোজগার মেলার’ আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি দফতর যেমন গ্রামীণ ডাক সেবক, ডিভিশন ক্লার্ক, টিকিট পরীক্ষক, জুনিয়র ক্লার্ক, টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক, সিকিউরিটি অফিসার, নার্সিং অফিসার, অ্যাসিস্টেন্ট সিনিয়র অফিসার, অডিটর প্রিন্সিপাল, শিক্ষক, অধ্যাপক, হেড কনস্টেবল-সহ আরো নানান পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।