এক নজরে
PM Surya Ghar Yojana: বর্তমান সময়ে প্রাত্যহিক জীবনে বিদ্যুতের ব্যবহার বহুল মাত্রায় বেড়ে চলেছে। ভারতের প্রতিটি সাধারণ পরিবারে টিভি, ফ্রিজ, ফ্যান অথবা এসি ইত্যাদির ব্যবহার প্রত্যেকদিন করা হয়। যার কারণে মাসের শেষে বিদ্যুতের বিল দেখে চিন্তিত হয়ে পড়েন প্রত্যেক বিদ্যুৎ গ্রাহক। দৈনন্দিন জীবনের এই সমস্যা থেকে উপভোক্তাদের মুক্তি দেওয়ার জন্য সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী তার সপ্তম সাধারণ বাজেটে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়ে একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন এই প্রকল্পের অধীনে আগামী অর্থ বর্ষে দেশের এক কোটি বাড়িতে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। নতুন এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা। এই প্রকল্পের আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
PM Surya Ghar Yojana
প্রতিমাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ার জন্য সরকারের এই নতুন প্রকল্পের অধীনে আবেদন করতে হবে। তবে সরাসরি বিদ্যুতের বিল মুকুব করার পরিবর্তে একটি বিকল্প পদ্ধতি অবলম্বনের কথা বলছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক গ্রাহক নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করার জন্য সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণ ভর্তুকি পাবেন। যে সমস্ত গ্রাহক এই প্রকল্পের অধীনে নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাবেন তাদের সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
PM Surya Ghar আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে খুব সহজেই এই প্রকল্পে নিজেদের নাম নথিভূক্ত করতে পারবেন আগ্রহী উপভোক্তাগণ। আবেদন করার জন্য নিচে সবচেয়ে সহজ আবেদন পদ্ধতি দেওয়া হল। প্রকল্পে আবেদন করার আগে আবেদন পদ্ধতিটি ভালোভাবে পড়ে নিতে হবে।
➥প্রথমে কেন্দ্রীয় সরকারের PM Surya Ghar নামক ওয়েব পোর্টাল অর্থাৎ নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
➥নির্দিষ্ট পোর্টালে ভিজিট করার পর Apply for Rooftop Solar বিকল্পটি নির্বাচন করতে হবে।
➥এরপর উপভোক্তাকে নিজের রাজ্য এবং পছন্দমত বিদ্যুৎ সংস্থা নির্বাচন করতে হবে।
➥এরপর আপনার Consumer ID, Email address এবং Mobile Number সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি সাবমিট করতে হবে।
➥সমস্ত তথ্য সাবমিট হয়ে যাওয়ার পর গ্রাহক নম্বর অর্থাৎ Consumer ID দিয়ে লগইন করতে হবে।
➥লগইন করার পর সোলার প্যানেল সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে নিতে হবে।
➥এরপর নিজের বাড়ির ছাদে কত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল লাগাতে ইচ্ছুক সেই তথ্য সাবমিট করে সম্পূর্ণ আবেদনটি নথিভুক্ত করে নিতে হবে।
এইভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য সরকারের কাছ থেকে অনুমতিপত্র পেয়ে যাবেন। অনুমতিপত্র পাওয়ার পর বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে। মনে রাখবেন এই নেট মিটারের ভিত্তিতে প্রত্যেক উপভোক্তা নির্দিষ্ট ভর্তুকি পাবেন সরকারের পক্ষ থেকে। সরকারি হিসাব অনুযায়ী ৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল লাগানোর জন্য মোট খরচ পড়বে প্রায় ৮০ হাজার টাকা। এক্ষেত্রে আপনি এই প্রকল্পের অধীনে ৩৬ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন একজন গ্রাহক। এই প্রকল্পে আবেদন করার সময় প্রয়োজনমতো কিলোওয়াট সংখ্যা লিখে সাবমিট করলে প্রাপ্ত ভর্তুকির পরিমাণ পোর্টালে দেখা যাবে। তাই, ইচ্ছুক উপভোক্তাগণ দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পের আওতায় আবেদন করে ফেলুন।