শিক্ষার খবর

প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষার দিন বদল! কবে পরীক্ষা? জেনে নিন

Advertisement

প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষার দিন বদল: আয়োজিত হতে চলেছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েভর্তির স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা (CUET)। আর এই পরীক্ষার কারণেই পিছিয়ে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার সময়সূচি। এর আগের নির্দেশ অনুসারে, স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল মে মাসেই। কিন্তু নয়া সূচি অনুসারে পরীক্ষা শুরু হবে জুন মাস নাগাদ।

গত ৩রা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন জানাতে পেরেছিলেন পরীক্ষার্থীরা। আগের সূচি অনুসারে পরীক্ষা হওয়ার কথা ছিল ২১ এবং ২২ মে নাগাদ। এদিকে নয়া ঘোষণা অনুসারে, আগামী ৩ জুন ও ৪ জুন তারিখে প্রেসিডেন্সির প্রবেশিকায় বসবেন পড়ুয়ারা। অফলাইনে আয়োজিত এই পরীক্ষার দায়িত্বে সামলাবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন বোর্ড। বিএ ও বিএসসির বিভিন্ন বিষয়ে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। তবে সর্বাধিক তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। প্রতিটি পেপারের জন্য থাকবে ১০০ নম্বর করে।

আরও পড়ুনঃ গরমের ছুটিতে ব্যাহত হচ্ছে পঠন – পাঠন! হেল্পডেস্ক চালু করলো রাজ্য সরকার

এর আগের বছর সিইউইটি ও প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা একসাথে চলার কারণে সমস্যার সম্মুখীন হয়েছিলেন পরীক্ষার্থীরা। সেই কথা চিন্তা করেই এবছর পরীক্ষার দিনক্ষণে বদল আনা হয়েছে। এছাড়া পাঠ্যক্রম ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

join Telegram

Related Articles