গত ১১ই ডিসেম্বর রাজ্যে আয়োজিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। ১০ই ফেব্রুয়ারি ঘোষিত হয় টেট পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ হন প্রায় ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী। এর আগে জানা গিয়েছিল, বছরে দুবার টেট আয়োজনের কথা ভাবছে পর্ষদ। ইতিমধ্যে সূত্রের খবর, রাজ্যে ফের প্রাইমারি টেট পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এদিকে, চলছে প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রক্রিয়া। বিভিন্ন দফায় চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছে পর্ষদ। সম্প্রতি পর্ষদের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রাথমিকের ইন্টারভিউ শেষ হচ্ছে মে মাসের মধ্যে। ঘোষণা করা হয়েছে দশ থেকে পনেরো দফার ইন্টারভিউর তারিখ। যদিও হাইকোর্টে পর্ষদ জানিয়েছে, ইন্টারভিউ হলেও এখনই প্রার্থীদের নিয়োগ করা হবে না। অন্যদিকে, কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এপ্রিল মাসের মধ্যে বারো হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। তবে সেই নিয়োগ কবে হবে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সূত্রের খবর, এহেন বাতাবরণে আবারও রাজ্যে টেট পরীক্ষা আয়োজনের তোড়জোড় করছে পর্ষদ।
চাকরির খবরঃ IRCON -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
এর আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল বছরের দ্বিতীয়ার্ধে টেট পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে পর্ষদ সভাপতি এও জানান, সংশ্লিষ্ট বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগে অ্যাড হক কমিটির মতামত জানা হবে। তারপর শিক্ষা দফতরের কাছে প্রস্তাব দেওয়া হবে। সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে পর্ষদ।