চলছে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া (Primary Recruitment process 2022)। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটিতে নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রার্থীদের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। যার দরুণ এবার আরো বেশি সংখ্যক প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, যে সকল প্রার্থীদের স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর রয়েছে, ও যাঁরা বিএড প্রশিক্ষণ প্রাপ্ত এই সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। প্রার্থীদের ১১-৫-২৩ থেকে ১৬-৫-২৩ পর্যন্ত আবেদন জানানোর সুযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ ডিভিসিতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ
সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা পর্ষদের দুটি ওয়েবসাইট (wbbpe.org) ও (wbbprimaryeducation.org) তে আবেদন জানাতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জানাতে হবে প্রার্থীদের। পর্ষদের তরফে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে এই সুযোগ দেওয়া হচ্ছে। বাকি সকল শর্তাবলি অপরিবর্তিত থাকছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।