টেটের ফলপ্রকাশ কবে হবে তা নিয়ে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ইতিমধ্যেই সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ পেতে পারে টেটের ‘অ্যানসার কি’। অন্তত সেই চিন্তাভাবনাতেই এগোচ্ছে পর্ষদ। ‘অ্যানসার কি’ প্রকাশ পাওয়ার পরে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর মধ্যে কোনোও সমস্যা থাকলে সে বিষয়ে জানাতে পারবেন পরীক্ষার্থীরা।
গত রবিবার, ডিসেম্বরের ১১ তারিখে সম্পন্ন হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। রাজ্য জুড়ে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষায়। আঁটোসাঁটো নিরাপত্তার মাঝে নির্বিঘ্নেই কাটে টেট পরীক্ষা। প্রথম থেকেই তৎপর প্রশাসন কোনওরকম গাফিলতির সুযোগ রাখতে চাননি পরীক্ষায়। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের পর্যবেক্ষণে যান পর্ষদ সভাপতি গৌতম পাল। পরীক্ষার পর সাংবাদিকদের তিনি বলেন, শীঘ্রই প্রকাশ পেতে চলেছে টেটের রেজাল্ট ও মডেল উত্তরপত্র। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি পর্ষদ। এরইমধ্যে পর্ষদ সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ পেতে পারে টেটের ‘অ্যানসার কি’। জানা যাচ্ছে, ‘অ্যানসার কি’ প্রকাশ পাওয়ার পর একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে পর্ষদের তরফে। এক্ষেত্রে কোনও সমস্যা থাকলে প্রার্থীরা ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে জানাতে পারবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর সামনে আসতে পারে টেটের রেজাল্ট।
Primary TET Question Paper: Download Now
এর আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল পরীক্ষা শেষের কিছুদিনের মধ্যেই প্রকাশ পেতে পারে ফলাফল। পরীক্ষার পর পর্ষদ সভাপতির কথাতেও সেই দিকে ইঙ্গিত মেলে। তবে ডিসেম্বরেই যে ফলপ্রকাশ হবে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে প্রাইমারি টেট পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।