প্রায় দু’বছর হতে যায় 2022 টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও বঞ্চিত 2022 সালের টেট চাকরি প্রার্থীরা। কিন্তু অবশেষে 2022 টেট পাশদের নিয়ে বড়ো বার্তা জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে আর টেট নয়, আগে হবে নিয়োগ। তাই টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
2022 টেট পাশ চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য তৎপরতা দেখিয়ে জেলায় জেলায় শূন্য পদের পরিমাণ জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, “2022 সালে উত্তীর্ণ পরীক্ষার্থীদের যাতে দ্রুত নিয়োগ করা হয়, সে ব্যাপারে আমরা প্রস্তুত। সরকারের তরফ থেকে জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা এলেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ- ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
2022 সালের পর 2023 সালে টেট হয়েছিল ডিসেম্বর মাসে। যার ফলাফল এখনও প্রকাশ হয়নি। তবে আর বেশি দেরি নয়, এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গেই 2023 সালের রেজাল্ট প্রকাশিত হবে। এমনটা মনে করা হচ্ছে, নভেম্বর-ডিসেম্বর -এর মধ্যেই 2023 সালের রেজাল্ট প্রকাশিত হবে এবং তার পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য কড়া নিয়ম জারি করল কমিশন
প্রসঙ্গত, 2024 সালের প্রাথমিক টেট বর্তমান স্থগিত। বিগত কয়েক বছর নিয়োগ কার্য স্থগিত থাকার কারণে বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো বিজ্ঞপ্তি জারি করছে না পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 ও 2023 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে 2024 প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে।
প্রাইমারি টেট সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇👇