আগামী ২৪ ডিসেম্বর রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩ (Primary TET 2023)। চলতি বছরের টেটে বসতে চলেছেন প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী। টেটে অংশ নেওয়া সকল পরীক্ষার্থীদের জন্য এবার অ্যাডমিট কার্ড প্রকাশ করলো পর্ষদ। অফিসিয়াল ওয়েবসাইট মারফত সরাসরি ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিট। চলতি বছরের টেট পরীক্ষার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগামী ২৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন টেটের অ্যাডমিট কার্ড?জেনে নিন স্টেপ বাই স্টেপ।
প্রাইমারি টেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?
Primary TET 2023 Admit Card Download Process
➤ স্টেপ 1. প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হল- https://www.wbbprimaryeducation.org
➤ স্টেপ 2. এর পরবর্তী ধাপে টেট পরীক্ষার্থীরা ওয়েবসাইটে “(ONLINE APPLICATION FOR TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (Primary)” লিঙ্কে ক্লিক করবেন।
➤ স্টেপ 3. এরপর “PRINT/DOWNLOAD ADMIT CARD” লিঙ্কে ক্লিক করবেন পরীক্ষার্থীরা।
➤ স্টেপ 4. এর পরের ধাপে পরীক্ষার্থীরা স্ক্রিনে নিজেদের তথ্য দেবেন। আপনার রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে।
➤ স্টেপ 5. স্ক্রিনে নিজেদের অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে এরপর প্রিন্ট করে নিতে হবে।
চাকরির খবরঃ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে চাকরির সুযোগ
প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর রাজ্য জুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে টেট। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে যা চলবে দুপুর ২:৩০ পর্যন্ত। পরীক্ষার দিন কমপক্ষে দুই ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রার্থীদের। টেট পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সুবিধার্থে পথে চলবে অতিরিক্ত বাস, ট্রেন ও মেট্রো। সকল পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট নিয়ে অবশ্যই আসবেন। এছাড়া, সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আপডেট পেতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
Primary TET 2023 Admit Card: Download Now