ডিসেম্বরের ২৪ তারিখ আয়োজিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩। আবার এই একই দিনে রাজ্যে প্রধানমন্ত্রীর গীতাপাঠের কর্মসূচি। ব্রিগেডে গীতাপাঠের কর্মসূচির দিন টেট পরীক্ষা পড়ায় পরীক্ষার দিন পরিবর্তনের জন্য হাইকোর্টে মামলা করা হয়েছিল। টেট পরীক্ষার্থীরা শঙ্কায় ছিলেন, আদৌ ডিসেম্বরে প্রাইমারি টেট হবে তো? আর এবার টেট নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিল উচ্চ আদালত। এই সিদ্ধান্তের পরই স্পষ্ট হলো চলতি ডিসেম্বরে আদৌ টেট পরীক্ষা হচ্ছে কিনা।
টেট পরীক্ষার দিন পরিবর্তন মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রাইমারি টেট পরীক্ষা হবে ডিসেম্বরের ২৪ তারিখেই। অর্থাৎ টেটের কোনো দিন পরিবর্তন হবেনা। উক্ত দিনে গীতাপাঠের কর্মসূচির জন্য যদি যানজটের সমস্যা হয় তবে তা দূর করার দায়িত্ব নিতে হবে কলকাতা পুলিশকেই। ওইদিন পথে নামাতে হবে পর্যাপ্ত সংখ্যক বাস। সেদিকে পরিবহন দপ্তর যাতে নজর দেয়, তার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি।
আরও পড়ুনঃ প্রাইমারী TET পরীক্ষায় কী কী নিয়ম মানতে হবে? জেনে নিন
এদিন হাইকোর্টের সিদ্ধান্তের পর একথা স্পষ্ট যে টেট পরীক্ষার কোনো দিন পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ পর্ষদ নির্ধারিত দিনে ২৪ ডিসেম্বর রাজ্য জুড়ে হবে টেট পরীক্ষা। এদিন গোটা রাজ্যের ৭৭৩টি পরীক্ষা কেন্দ্রে টেটে বসবেন প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী। কলকাতার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে হবে টেট। কলকাতার টেট পরীক্ষার্থীরা যাতে ওই দিন কোনো সমস্যার মুখে না পড়েন তার জন্য বিশেষ ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন। ইতোমধ্যে প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড বিলি শুরু করেছে পর্ষদ। অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন টেট পরীক্ষার্থীরা।