চলতি বছরের প্রাইমারি টেট পরীক্ষার দিনক্ষণ নিয়ে ফের শুরু জল্পনা। আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল, ডিসেম্বরের ১০ তারিখ হবে টেট। কিন্তু সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে তারিখ বদলেছে পর্ষদ। নয়া সিদ্ধান্ত অনুসারে, ডিসেম্বর মাসের ২৪ তারিখ টেট পরীক্ষার আয়োজন হতে চলেছে। এদিকে সূত্রের খবর, আবার পিছোতে পারে প্রাইমারি টেটের নির্ঘন্ট। সেক্ষেত্রে চলতি বছরে আদৌ পরীক্ষা হবে নাকি, তা নিয়ে সংশয়ে পরীক্ষার্থীরা।
গত সোমবার নতুন বিজ্ঞপ্তিতে পর্ষদ জানায়, ২৪ ডিসেম্বর রাজ্য জুড়ে আয়োজিত হবে প্রাইমারি টেট পরীক্ষা। ওই দিন দুপুর ১২ টা থেকে ২:৩০ পর্যন্ত পরীক্ষা দেবেন প্রার্থীরা। এখানে পরীক্ষার্থী দের প্রশ্ন, আদৌ এই তারিখটি চূড়ান্ত তো? নাকি আবার দিন বদলের কথা ভাবছে পর্ষদ? অন্যদিকে, বিষয়টির আলোচনার স্বার্থে গত বুধবার নবান্নের বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। গৌতমবাবু ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ডিএম ও তাঁদের প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্যান্য সদস্যরা। বৈঠকে টেট পরীক্ষার নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়। সূত্রের খবর, বৈঠকের পর জানানো হয়েছে, টেট পরীক্ষার তারিখ আর পিছোবে না। অর্থাৎ ২৪ শে ডিসেম্বরেই রাজ্য জুড়ে হবে আয়োজিত হবে প্রাইমারি টেট।
আরও পড়ুনঃ টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কবে থেকে?
আপাতত বিষয়টি নিয়ে খানিক স্বস্তি আসলেও পরীক্ষার দিন যানজটের সমস্যা নিয়ে দ্বিতীয় চিন্তায় পরীক্ষার্থীরা। কারণ ওই দিনই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসতে চলেছে গীতাপাঠের আসর। ফলে যানজট ও যাতায়াত অসুবিধার মুখে পড়তে পারেন টেট পরীক্ষার্থীরা। খবর মিলছে, এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে নবান্নের বৈঠকে। আলোচনায় স্থির হয়েছে, পরীক্ষার দিন রাজ্যের সব জেলায় চলবে অতিরিক্ত বাস-সহ অন্যান্য যানবাহন। এতে পরীক্ষার্থীরা উপকৃত হবেন বলে পর্ষদের আশ্বাস। প্রসঙ্গত, টেটের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, তা নিয়েও উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, ২৪ শে ডিসেম্বরের সাত থেকে দশ দিন আগে অ্যাডমিট হাতে পেতে পারেন টেট পরীক্ষার্থীরা।