Primary TET 2023: কিছুদিনের মধ্যেই সুখবর পেতে চলেছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। ২০২৩ সালের প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে শীঘ্রই। তাই খুশির খবর পেতে চলেছেন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা।
Primary TET 2023 Notification
দীর্ঘ জটিলতা কাটিয়ে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা (টেট)। নিয়োগ দুর্নীতির আবহে বাড়তি সতর্কতায় ও কড়া নিরাপত্তার বেড়াজালে টেট পরীক্ষা আয়োজন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাক্তন পর্ষদ সভাপতি গ্রেফতার হওয়ার পর নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, এবার থেকে টেট পরীক্ষায় সচ্ছতার কমতি হবে না। পাশাপাশি, বছরে দুবার করে টেট নিয়ে নিয়োগ দেওয়া হবে অসংখ্য চাকরিপ্রার্থীকে। এখন ২০২২ রিক্রুটমেন্ট নিয়ে বিশেষ ব্যস্ত পর্ষদ। চলছে ইন্টারভিউ, মেধাতালিকার প্রস্তুতি। তবে এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে, চলতি বছরের প্রাইমারি টেট আয়োজনের কথা চলছে পর্ষদের দফতরে।
WB Primary TET 2023 Important Link | |
WB TET Syllabus 2023 | Click Here |
WB TET Question Paper 2017/ 2021 | Click Here |
WB TET Question Paper 2022 | Click Here |
WB TET Official Answer Key 2022 | Click Here |
ExamBangla Home Job News | Click Here |
প্রায় তেরো হাজার শূন্যপদ পূরণের জন্য ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নিচ্ছে পর্ষদ। সূত্রের খবর, ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় শেষ। শীঘ্রই প্রকাশ পাবে মেধা তালিকা। এরপর নেওয়া হবে ২০২২ সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ। এসবের মাঝে চলতি বছরের টেট নিয়েও প্রস্তুতি চলছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, একগুচ্ছ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে চলতি বছরে। সেই উদ্দেশ্য পূরণে ফের এবছর টেটের আয়োজন করতে পারে পর্ষদ। এমনকি তেমনই ইঙ্গিত দিয়েছিলেন পর্ষদ সভাপতি। সূত্রের খবর, পুজোর আগেই কয়েক হাজার শূন্যপদে প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও এ বিষয়ে সরাসরি কিছু না জানানো হলেও সম্ভাবনার চিত্র স্পষ্ট হচ্ছে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সেরা ১০ টি চাকরির খবর একনজরে দেখে নিন
পর্ষদ সভাপতির কথা অনুযায়ী যদি সত্যিই বছরে দুবার করে টেটের আয়োজন করা হয়, তবে প্রচুর চাকরির সুযোগ খুলে যাবে রাজ্যে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে পারছেন না রাজ্যের চাকরিপ্রার্থীরা। ২০২২ সালের টেট উত্তীর্ণদের কথায়, “পাশ করেছি ঠিকই, তবে নিয়োগ কবে মিলবে তা জানা নেই”। অর্থাৎ একাধিক জটিলতা, মামলা, পর্ষদের ঢিমেতালে মনোভাব প্রভাব ফেলছে চাকরিপ্রার্থীদের মনে। প্রাথমিকের শিক্ষক হওয়ার প্রশিক্ষণপ্রাপ্ত অনেক ছাত্রছাত্রী অপেক্ষায় বসে রয়েছেন যে কবে ফের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ২০২৩ সালের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি যদি পুজোর আগে প্রকাশ পায় তবে পুজোর খুশি ডবল হবে তাঁদের।