এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Practice Set
১) নীচের কোন বানানটি ভুল-
[A] দর্শন
[B] অর্চণা
[C] রচনা
[D] তৃণ
উঃ [B] অর্চণা
২) নীচের কোনটি শব্দদ্বৈত নয়-
[A] পড়ো পড়ো
[B] যাই যাই
[C] রেখে ঢেকে
[D] ছম ছম
উঃ [D] ছম ছম
৩) ধাতু-প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তা হল-
[A] ধাতু প্রত্যয়
[B] কৃৎ প্রত্যয়
[C] তদ্ধিত-প্রত্যয়
[D] বিদেশি প্রত্যয়
উঃ [B] কৃৎ প্রত্যয়
৪) মা কি খাইয়ে তবে বাড়ি পাঠাবেন? এখানে ‘মা’ হল-
[A] সমধাতুজকর্তা
[B] প্রযোজ্য কর্তা
[C] প্রযোজক কর্তা
[D] ব্যতিহার কর্তা
উঃ [C] প্রযোজক কর্তা
৫) ধ্বনিবিপর্যয়ের ফলে সৃষ্ট শব্দটি হল-
[A] তরোয়াল
[B] জিলিপি
[C] বিক্রম
[D] তলোয়ার
উঃ [A] তরোয়াল
৬) বিথী বলতে বোঝায়-
[A] বৃত্তাকারে চলা
[B] উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ
[C] কপালের লিখন
[D] উৎকৃষ্ট কাজ
উঃ [B] উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ
৭) ‘গলগ্রহ’ বাগধারাটি যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় তা হল-
[A] গলা পর্যন্ত খাওয়া
[B] সূর্য বা চাঁদের গ্রহণ
[C] দায় বা বোঝা
[D] সৌভাগ্য
উঃ [C] দায় বা বোঝা
৮) আকুঞ্চন শব্দটির বিপরীত শব্দটি হল-
[A] প্রসারণ
[B] কুঞ্চন
[C] অকুঞ্জন
[D] কুঞ্চিত
উঃ [A] প্রসারণ
৯) অন্তরিক্ষ শব্দটি নীচের কোনটির সমার্থক শব্দ?
[A] গাছ
[B] আকাশ
[C] ছায়া
[D] ঘরের ছায়া
উঃ [B] আকাশ
১০) নীচের কোনটি বেমানান-
[A] ঢেলা
[B] ডেলা
[C] গাদা
[D] বন
উঃ [D] বন
১১) ) ‘ঠুটো জগন্নাথ’ বাগধারাটির অর্থ কি?
[A] ঝাঁপিয়ে পড়া
[B] কোলাকোলি করা
[C] অকর্মণ্য
[D] আঘাত করা
উঃ [C] অকর্মণ্য
১২) ‘য্’, ‘র্’, ‘ল্’, ‘ব্’ চারটি ধ্বনিকে বলে-
[A] উষ্মধ্বনি
[B] কণ্ঠধ্বনি
[C] অন্তঃস্থবর্ণ
[D] নাসিক্যবর্ণ্য
উঃ [C] অন্তঃস্থবর্ণ
১৩) কর্তা > কত্তা হল-
[A] পরাগত সমীভবন
[B] প্রগত সমীভবন
[C] অভিশ্রুতি
[D] সমাক্ষর লোপ
উঃ [A] পরাগত সমীভবন
Primary TET Bengali Practice Set | |
বাংলা প্র্যাকটিস সেট-১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১০ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২০ | Click Here |
১৪) বিপ্রকর্ষ শব্দটির সাধারণ অর্থ হল-
[A] ব্যবধান সৃষ্টি করা
[B] অর্থ পরিবর্তন করা
[C] ‘উ’ আগে থেকে উচ্চারিত করা
[D] একই শব্দ দুবার উচ্চারণ করা
উঃ [A] ব্যবধান সৃষ্টি করা
১৫) গো + এষণা সন্ধিবদ্ধ হলে নতুন শব্দটি হবে-
[A] গোবেষণা
[B] গবেষণা
[C] গৌষণা
[D] গাবেষণা
উঃ [B] গবেষণা
Primary TET Bangla Practice Set PDF Download
বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bangla Practice Set: Download Now