পরীক্ষা প্রস্তুতি

প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট- ১২: বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

Advertisement

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download

Primary TET Bangla Practice Set

১) ডাক্তারবাবু শব্দটি হল-
[A] দেশি
[B] বিদেশি
[C] মিশ্র
[D] তৎসম
উঃ [C] মিশ্র

২) যতক্ষণ ট্রেন না ছাড়ল ততক্ষণ বাবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। বাক্যটিতে ‘যতক্ষণ’, ‘ততক্ষণ’ হল-
[A] আত্মবাচক সর্বনাম
[B] অনির্দেশক সর্বনাম
[C] সমষ্টিবাচক সর্বনাম
[D] সাপেক্ষ সর্বনাম
উঃ [D] সাপেক্ষ সর্বনাম

৩) দুশো টাকা দিয়ে দুকেজি মাছ কেনা হল। বাক্যটিতে ‘দুশো’ হল-
[A] বিশেষ্য
[B] বিশেষণ
[C] সর্বনাম
[D] অব্যয়
উঃ [B] বিশেষণ

৪) ধবধবে সাদা টগরফুলের মালা গাঁথলাম। বাক্যটিতে ‘ধবধবে’ হল-
[A] বহুপদী বিশেষণ
[B] একপদী বিশেষণ
[C] ধ্বন্যাত্মক বিশেষণ
[D] পদান্তরিত বিশেষণ
উঃ [C] ধ্বন্যাত্মক বিশেষণ

৫) ক্রিয়া বিশেষণ হল-
[A] ক্ষুদ্র
[B] প্রথম
[C] তাড়াতাড়ি
[D] শহরের
উঃ [C] তাড়াতাড়ি

৬) বহুদল ধাতুর অপর নাম-
[A] সাধিত ধাতু
[B] মৌলিক ধাতু
[C] নামধাতু
[D] ধ্বন্যাত্মক ধাতু
উঃ [A] সাধিত ধাতু

৭) সৌপ্তিক বলতে বোঝায়-
[A] সমাপ্তি
[B] রাত্রিকালীন যুদ্ধ
[C] স্থাপতির কাজ
[D] সুধাধবলিত গৃহ
উঃ [B] রাত্রিকালীন যুদ্ধ

৮) দ্ ধ্বনিটির উচ্চারণ স্থান হল-
[A] দন্ত
[B] কন্ঠ
[C] তালু
[D] ওষ্ঠ
উঃ [A] দন্ত

৯) প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হল-
[A] অঘোষ
[B] অল্পপ্রাণ
[C] ঘোষ
[D] মহাপ্রাণ
উঃ [A] অঘোষ

১০) নীচের কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়?
[A] শশধর
[B] সুধাকর
[C] হিধাংশু
[D] শশাঙ্ক
উঃ [C] হিধাংশু

১১) ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হল-
[A] সূত্র ও বিশ্লেষণ পদ্ধতি
[B] আরোহী ও সূত্র পদ্ধতি
[C] আরোহী ও অবরোহী পদ্ধতি
[D] অবরোহী ও সূত্র পদ্ধতি
উঃ [C] আরোহী ও অবরোহী পদ্ধতি

১২) নিজের কোনটি তৎসম শব্দের উদাহরণ?
[A] ডাক্তার
[B] প্রভাত
[C] বায়না
[D] লুচি
উঃ [B] প্রভাত

১৩) অর্পণ শব্দটির বিপরীত শব্দ হল-
[A] প্রাপ্তি
[B] স্বীকৃতি
[C] গ্রহণ
[D] চাওয়া
উঃ [C] গ্রহণ

১৪) গদ্য পাঠের দ্বারা ছাত্ররা কোন বিষয়ে অবগত হয়?
[A] শব্দ, প্রবাদ প্রবচন
[B] ভাষা শৈলী
[C] লেখন শৈলী
[D] সবকটি
উঃ [A] শব্দ, প্রবাদ প্রবচন

Primary TET Bengali Practice Set
বাংলা প্র্যাকটিস সেট-১Click Here
বাংলা প্র্যাকটিস সেট-২Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৩Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৪Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৫Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৬Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৭Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৮Click Here
বাংলা প্র্যাকটিস সেট-৯Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১০Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১১Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১২Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৩Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৪Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৫Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৬Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৭Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৮Click Here
বাংলা প্র্যাকটিস সেট-১৯Click Here
বাংলা প্র্যাকটিস সেট-২০Click Here

১৫) ‘ছাত্রবৃত্তি পেলে সোহম পড়বে’ এটি ক্রিয়ার কোন কাল?
[A] হেতু বর্তমান
[B] হেতু অতীত
[C] ঘটমান বর্তমান
[D] হেতু ভবিষ্যৎ
উঃ [D] হেতু ভবিষ্যৎ

Primary TET Bangla Practice Set PDF Download

বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Bangla Practice Set: Download Now

Related Articles