এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Practice Set
১) উৎসব এলে গোটা পাড়া যেন জেগে ওঠে। বাক্যটিতে উৎসব হল-
[A] সহযোগী কর্তা
[B] নিরপেক্ষ কর্তা
[C] ব্যতিহার কর্তা
[D] প্রযোজ্য কর্তা
উঃ [B] নিরপেক্ষ কর্তা
২) ‘সুকৃতি’ বলতে বোঝায়-
[A] উৎকৃষ্ট কাজ
[B] সুন্দর দেখতে
[C] সুন্দর আকৃতি
[D] কোনোটিই নয়
উঃ [A] উৎকৃষ্ট কাজ
৩) ‘জড়ভরত’ বাগধারাটির অর্থ হল-
[A] জড়বুদ্ধি বা জড়তাগ্রস্ত লোক
[B] শীতে কুঁকড়ে থাকা
[C] অলস ব্যক্তি
[D] কোন কাজ না করা
উঃ [A] জড়বুদ্ধি বা জড়তাগ্রস্ত লোক
৪) খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হল-
[A] বারেক
[B] গোস্পদ
[C] গব্যস্য
[D] কোনোটিই নয়
উঃ [A] বারেক
৫) ‘নিপাতনে’ কথাটির অর্থ-
[A] ব্যতিক্রম
[B] সন্ধির অধঃপতন
[C] নিয়মের ঊর্ধ্বে
[D] ব্যাকরণের সূত্র বা নিয়মের ব্যতিক্রম
উঃ [D] ব্যাকরণের সূত্র বা নিয়মের ব্যতিক্রম
৬) ‘এক সপ্তাহ কেটে গেল’। বাক্যটিতে ‘সপ্তাহ’ হল-
[A] কর্মকারকে শূন্য বিভক্তি
[B] অধিকরণ কারকে শূন্য বিভক্তি
[C] কর্তৃ কারকে শূন্য বিভক্তি
[D] নিমিত্ত কারকে শূন্য বিভক্তি
উঃ [C] কর্তৃ কারকে শূন্য বিভক্তি
৭) ‘বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ’। বাক্যটির জটিল বাক্যের রূপ হবে-
[A] বৃষ্টিতে আমার পায়ের দাগ ধৌত হল
[B] বৃষ্টিতে যা ধুয়ে গেল, তা আমার পায়ের দাগ
[C] বৃষ্টিতে আমার পায়ের দাগ ধোয়া হল
[D] বৃষ্টি আমার পায়ের দাগ ধুতে সক্ষম হল
উঃ [B] বৃষ্টিতে যা ধুয়ে গেল, তা আমার পায়ের দাগ
৮) ‘ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম’। ‘ঝুলন্ত’ পদটি কোন সমাস?
[A] কর্মধারয় সমাস
[B] বহুব্রীহি সমাস
[C] তৎপুরুষ সমাস
[D] দ্বন্দ্ব সমাস
উঃ [B] বহুব্রীহি সমাস
৯) নীচের কোনটি শিশু শিক্ষার পঠন অক্ষমতার লক্ষণ নয়?
[A] দ্রুত এবং সাবলীল ভাবে পাঠ
[B] শব্দ ও ভাব বোঝ
[C] সঠিক বানান করা
[D] অক্ষর ও শব্দ বোঝা
উঃ [B] শব্দ ও ভাব বোঝ
১০) তির্যক বিভক্তি বলা হয় কোন কোন বিভক্তিকে?
[A] ‘কে’, ‘রে’
[B] ‘তে’, ‘রে’
[C] ‘র’, ‘তে’
[D] ‘এ’, ‘তে’
উঃ [D] ‘এ’, ‘তে’
১১) কারকের সংজ্ঞা প্রসঙ্গে ‘ক্রিয়ান্বয়ি কারকম্’ কথাটি কে বলেছেন?
[A] পাণিনি
[B] পতঞ্জলি
[C] বামন
[D] ভর্তৃহরি
উঃ [A] পাণিনি
১২) সংস্কৃত কারকের সংখ্যা-
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] ছয়টি
উঃ [D] ছয়টি
১৩) কোনো কোনো ভাষাবিজ্ঞানী শূন্য বিভক্তিকে যে বিভক্তি বলে গণ্য করেন-
[A] ‘অ’ বিভক্তি
[B] ‘য়’ বিভক্তি
[C] ‘র’ বিভক্তি
[D] ‘এ’ বিভক্তি
উঃ [A] ‘অ’ বিভক্তি
১৪) অন্ধ লাঠির ____ পথ চলে। বাক্যটিতে উপযুক্ত অনুসর্গটি হল-
[A] সঙ্গে
[B] সহিত
[C] সাহায্যে
[D] সাথে
উঃ [C] সাহায্যে
Primary TET Bengali Practice Set | |
বাংলা প্র্যাকটিস সেট-১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১০ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২০ | Click Here |
১৫) বিভক্তি শব্দটির বুৎপত্তি হল-
[A] বি – √ভজ্ + শতৃ
[B] বি – √ভজ্ + তৃচ্
[C] বি – √ভজ্ + তি
[D] বি – √ভজ্ + ষিক
উঃ [C] বি – √ভজ্ + তি
Primary TET Bangla Practice Set PDF Download
বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bangla Practice Set: Download Now