এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Practice Set
১) কর্মপ্রবচনীয় যার অপর নাম তা হল-
[A] বিভক্তি
[B] উপসর্গ
[C] প্রত্যয়
[D] অনুসর্গ
উঃ [D] অনুসর্গ
২) সজীব পদার্থ সম্বন্ধে যে নির্দেশক ব্যবহৃত হয় না তা হল-
[A] গুলি
[B] টি
[C] টুকু
[D] টা
উঃ [C] টুকু
৩) বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয়?
[A] উহ্য কর্তা
[B] অনুক্ত কর্তা
[C] নিরপেক্ষ কর্তা
[D] প্রযোজ্য কর্তা
উঃ [C] নিরপেক্ষ কর্তা
৪) শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণিকক্ষে শিশুরা সাধারণত শিখে-
[A] ব্যক্তিগতভাবে
[B] ব্যক্তিগত এবং দলগতভাবে
[C] দলগতভাবে
[D] প্রধানত শিক্ষকের নিকট থেকে
উঃ [B] ব্যক্তিগত এবং দলগতভাবে
৫) যোগ্যতা বলতে কী বোঝেন?
[A] অর্থপোলব্ধি
[B] বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ
[C] বাক্যে বহুপদ শোনার বাসনা
[D] বাক্য সজ্জা
উঃ [B] বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ
৬) গঠনগত দিক থেকে বাক্য কয়টি ভাগে বিভক্ত?
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] ছয়টি
উঃ [B] চারটি
৭) কোনটি সরল বাক্যের উদাহরণ?
[A] যদি তুমি চাও, তবেই পাবে
[B] আরশোলাকে এত ভয় পাও না
[C] পড়াশুনা কর আর খেলাধুলাও সেই সঙ্গে চালিয়ে যাও
[D] বেশি বকো না, যত বকবে তত বেশি ফালতু লোক হয়ে যাবে।
উঃ [B] আরশোলাকে এত ভয় পাও না
৮) বাচ্য মূলত কয় প্রকার?
[A] দুই প্রকার
[B] চার প্রকার
[C] তিন প্রকার
[D] পাঁচ প্রকার
উঃ [C] তিন প্রকার
৯) কর্মবাচ্য হতে গেলে যা প্রয়োজন-
[A] অকর্মক ক্রিয়া
[B] সকর্মক ক্রিয়া
[C] গৌণ কর্ম
[D] মুখ্য কর্ম
উঃ [B] সকর্মক ক্রিয়া
১০) ‘পুলিশ কর্তৃক চোর প্রহৃত হল’। কোন বাচ্য?
[A] কর্তৃবাচ্য
[B] কর্মবাচ্য
[C] ভাববাচ্য
[D] কর্মকর্তৃ বাচ্য
উঃ [B] কর্মবাচ্য
১১) বিশেষ্য হল এক প্রকার-
[A] নামপদ
[B] ক্রিয়াপদ
[C] যুক্তপদ
[D] অব্যয়পদ
উঃ [A] নামপদ
১২) ‘জ্’ ধ্বনির উচ্চারণ স্থান-
[A] মূর্ধা
[B] কন্ঠ
[C] তালু
[D] দন্ত
উঃ [A] মূর্ধা
১৩) রিকসা > রিসকা পরিবর্তন হল-
[A] বিপর্যাস
[B] স্বরসঙ্গতি
[C] বিপ্রকর্ষ
[D] অভিশ্রুতি
উঃ [C] বিপ্রকর্ষ
১৪) যদি কোন শিক্ষার্থী আপনার ক্লাসে অংশগ্রহণ না করে-
[A] তার অনুপস্থিতির জন্য তাকে দোষারোপ করা উচিত
[B] আধুনিক যুগের শিক্ষার্থীদের মনোভাবের কথা ভেবে চুপ করে থাকা উচিত
[C] শিক্ষাদানের ক্ষেত্রে কিছু মনোযোগী পদ্ধতি অবলম্বন করা উচিত
[D] কারণটি জেনে তার নির্মূল করা উচিত
উঃ [D] কারণটি জেনে তার নির্মূল করা উচিত
Primary TET Bengali Practice Set | |
বাংলা প্র্যাকটিস সেট-১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১০ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২০ | Click Here |
১৫) অহম্ + কার সন্ধিবদ্ধ হলে নতুন শব্দটি হবে-
[A] অহংকার
[B] অহনকার
[C] অহমকার
[D] অহোমকার
উঃ [A] অহংকার
Primary TET Bangla Practice Set PDF Download
বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bangla Practice Set: Download Now