এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Practice Set
১) চোখের ইশারা হল-
[A] কর্তৃ সম্বন্ধ
[B] করণ সম্বন্ধ
[C] নিমিত্ত সম্বন্ধ
[D] অধিকরণ সম্বন্ধ
উঃ [B] করণ সম্বন্ধ
২) ‘একটা কুকুর চলে গেল’। এটি কোন বাক্য?
[A] সরল বাক্য
[B] যৌগিক বাক্য
[C] জটিল বাক্য
[D] নির্দেশক বাক্য
উঃ [A] সরল বাক্য
৩) ‘একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল’। ‘সপ্তাহ’ পদটি কোন সমাস?
[A] দ্বন্দ্ব সমাস
[B] দ্বিগু সমাস
[C] কর্মধারয় সমাস
[D] তৎপুরুষ সমাস
উঃ [B] দ্বিগু সমাস
৪) সঠিক উত্তরটি চিহ্নিত করুন-
[A] শিশুকেন্দ্রিক শিক্ষায় সমাজ অপেক্ষা ব্যক্তির চাহিদার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে
[B] শিশু কেন্দ্রিক শিক্ষায় ব্যাক্তি অপেক্ষা সমাজের চাহিদার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে
[C] শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায়
[D] সমাজের ভূমিকা স্বীকার করলেও শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা কে সমর্থন করে
উঃ [C] শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায়
৫) কলিকাতা > কলকাতা হল-
[A] মধ্যস্বরলোপ
[B] অভিশ্রুতি
[C] স্বরভক্তি
[D] সমীভবন
উঃ [A] মধ্যস্বরলোপ
৬) ‘শাঁখের করাত’ বাগধারাটি ব্যবহৃত হয়-
[A] খাজ যুক্ত বস্তু
[B] শাঁখের মতো দেখতে বস্তু
[C] উভয় সংকট বোঝাতে
[D] সংকটে নেই বোঝাতে
উঃ [C] উভয় সংকট বোঝাতে
৭) ‘ঋত্বিক’ বলতে বোঝায়-
[A] ঋতুতে ঋতুতে যোগ্য করেন যিনি
[B] ঋতু ব্যতীত যোগ্য করেন যিনি
[C] ঋতু অনুসারে ফুটে যে ফুল
[D] কোনোটিই নয়
উঃ [A] ঋতুতে ঋতুতে যোগ্য করেন যিনি
৮) ‘জ্বলে গেল আগুনে’। এখানে ‘আগুনে’ হল-
[A] করণ কারকে ‘এ’ বিভক্তি
[B] কর্ম কারকে ‘এ’ বিভক্তি
[C] কর্তৃকারকে ‘এ’ বিভক্তি
[D] অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি
উঃ [A] করণ কারকে ‘এ’ বিভক্তি
৯) ‘ঘাস জন্মালো রাস্তায়’। এটি কোন বাক্য?
[A] জটিল বাক্য
[B] সরল বাক্য
[C] যৌগিক বাক্য
[D] নঞর্থক বাক্য
উঃ [B] সরল বাক্য
১০) ‘মামা বাড়ি থেকে বাড়ি চলে এলাম’। বাক্যটিতে বাড়ি পদটি হল-
[A] কর্মকারকে ‘থেকে’ অনুসর্গ
[B] করণ কারকে ‘থেকে’ অনুসর্গন
[C] অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ
[D] নিমিত্ত কারকে ‘থেকে’ অনুসর্গ
উঃ [C] অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ
১১) ‘তিনি নাকি বই লেখেন’। বাক্যটি কর্মবাচ্যে করলে হবে-
[A] সে বই লেখে
[B] তার বই লেখা হয়
[C] তাহার কর্তৃক বই লেখা হয়
[D] তাঁর কর্তৃক বই লিখিত হয়
উঃ [D] তাঁর কর্তৃক বই লিখিত হয়
১২) ‘প্রত্যেক’ কে সন্ধি বিচ্ছেদ করলে হয়-
[A] প্র + তেক
[B] প্রতি + এক
[C] প্রতিঃ + এক
[D] কোনোটিই নয়
উঃ [B] প্রতি + এক
১৩) নীচের কোনটি ধনাত্মক বিশেষণের উদাহরণ নয়?
[A] হু হু
[B] দাউ দাউ
[C] নিবু নিবু
[D] কনকনে
উঃ [C] নিবু নিবু
Primary TET Bengali Practice Set | |
বাংলা প্র্যাকটিস সেট-১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১০ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২০ | Click Here |
১৪) অনুজ্ঞা ভাব ব্যবহৃত হয়-
[A] অতীত ও ভবিষ্যৎ কালে
[B] বর্তমান ও অতীত কালে
[C] বর্তমান ও ভবিষ্যৎ কালে
[D] কোনোটিই নয়
উঃ [C] বর্তমান ও ভবিষ্যৎ কালে
১৫) ‘জ্’ ধ্বনির উচ্চারণ স্থান-
[A] মূর্ধা
[B] কন্ঠ
[C] তালু
[D] দন্ত
উঃ [A] মূর্ধা
Primary TET Bangla Practice Set PDF Download
বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bangla Practice Set: Download Now