এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Practice Set
১) মা জগদম্বে আমায় মুক্তি দাও মা! এখানে ‘জগদম্বে’ হল-
[A] সম্বোধন পদ
[B] সম্বন্ধ পদ
[C] উপসর্গ
[D] অনুসর্গ
উঃ [A] সম্বোধন পদ
২) মানুষ নিজেই নিজের ভাগ্য তৈরি করে। এখানে ‘মানুষ’ পদটি হল-
[A] বিশেষ্য
[B] বিশেষণ
[C] সর্বনাম
[D] অব্যয়
উঃ [A] বিশেষ্য
৩) ‘ছেলেরা নীরব থাকে’। এটি কি ধরনের বাক্য?
[A] অস্ত্যর্থক বাক্য
[B] নজ্ঞর্থক বাক্য
[C] প্রশ্নবাচক
[D] অনুজ্ঞাসূচক
উঃ [A] অস্ত্যর্থক বাক্য
৪) গানের বর্ম আজ পরেছি গায়ে। ‘বর্ম’ কোন কারক?
[A] কর্মকারকের শূন্য বিভক্তি
[B] কর্তৃকারকের শূন্য বিভক্তি
[C] সম্বন্ধ পদের শূন্য বিভক্তি
[D] করন কারকের শূন্য বিভক্তি
উঃ [A] কর্মকারকের শূন্য বিভক্তি
৫) কোনটি ভাববাচ্যে আছে?
[A] একটা দুটোর বেশি গান জানি না
[B] গান জানা আছে একটা দুটো
[C] একটা দুটো গান ছাড়া আর গান জানে কি
[D] কোনোটিই নয়
উঃ [B] গান জানা আছে একটা দুটো
৬) নীচের কোনটি যৌগিক বাক্য নয়?
[A] যদি তুমি নিতে আসো তবে আমি যাব
[B] যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল
[C] যত পড়বে তত জানবে
[D] বৃষ্টি হলেও আমি স্কুলে যাব
উঃ [D] বৃষ্টি হলেও আমি স্কুলে যাব
৭) সমীভবন কথাটির অর্থ কি?
[A] সমান করা
[B] পূর্বে স্থাপন করা
[C] মধ্যবর্ণ লোপ পাওয়া
[D] সামঞ্জস্য
উঃ [A] সমান করা
৮) গীতাঞ্জলি = ?
[A] গীতা + অঞ্জলি
[B] গীত + অঞ্জলি
[C] গীত্ + অঞ্জলি
[D] গীতঃ + অঞ্জলি
উঃ [B] গীত + অঞ্জলি
৯) আছি শব্দটি হল–
[A] দেশি
[B] তৎসম
[C] তদ্ভব
[D] বিদেশি
উঃ [D] বিদেশি
১০) ইহা প্রমাণ করে যে পৃথিবী গোলাকৃতি। ‘ইহা’ হল-
[A] বিশেষ্য
[B] বিশেষণ
[C] সর্বনাম
[D] অব্যয়
উঃ [C] সর্বনাম
১১) ক্রিয়া পদকে বিশ্লেষণ করলে যে মূল অংশটি পাওয়া যায় তাকে বলে-
[A] অকর্মক ক্রিয়া
[B] ধাতু
[C] স্বকর্ম ক্রিয়া
[D] দল
উঃ [B] ধাতু
১২) কোনটি সমষ্টিবাচক বিশেষ্য পদ?
[A] ঝাঁক
[B] হাটা
[C] ক্রোধ
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ [A] ঝাঁক
১৩) নামধাতু হল-
[A] ঝমঝমা
[B] বেগ
[C] খাওয়া
[D] চল্
উঃ [B] বেগ
১৪) নীচের কোনটি সঠিক?
[A] গঙ্গা ভাববাচক বিশেষ্য পদ
[B] শান্তি শ্রেণীবাচক বিশেষ্য পদ
[C] ঘুম সংজ্ঞাবাচক বিশেষ্য পদ
[D] দয়া ভাববাচক বিশেষ্য পদ
উঃ [D] দয়া ভাববাচক বিশেষ্য পদ
আরও পড়ুনঃ
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট
প্রাইমারি টেট শিশুবিকাশ প্র্যাকটিস সেট
১৫) ‘ইচঁড়ে পাকা’ কথাটির অর্থ হলো-
[A] পাকা কাঁঠাল
[B] বদমাশ
[C] অকালপক্ক
[D] কর্তা ব্যক্তি
উঃ [C] অকালপক্ক
Primary TET Bengali Practice Set | |
বাংলা প্র্যাকটিস সেট-১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১০ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২০ | Click Here |
Primary TET Bangla Practice Set PDF Download
বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bangla Practice Set: Download Now