আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
এক নজরে
Primary TET Bangla Practice Set
১) একটি মহাপ্রাণ অঘোষ বর্ণ হল-
[A] ক্
[B] চ্
[C] ত্
[D] ফ্
উঃ [D] ফ্
২) ‘মুক্তা > মুকুতা’। এটি কিসের উদাহরণ?
[A] স্বরাগম
[B] স্বরসঙ্গতি
[C] ব্যঞ্জনাগম
[D] স্বরভক্তি
উঃ [D] স্বরভক্তি
৩) তেলেভাজা শব্দটির ব্যাস বাক্য হল-
[A] তেলে ভাজা
[B] তেল দ্বারা ভাজা
[C] তেলের ভাজা
[D] তেলে ভাজা হয় যা
উঃ [B] তেল দ্বারা ভাজা
৪) পতঞ্জলি =
[A] পতঃ + অঞ্জলি
[B] পতৎ + অঞ্জলি
[C] পত + অঞ্জলি
[D] পত + অঞ্জলী
উঃ [B] পতৎ + অঞ্জলি
৫) যে শব্দ বাংলা ভাষায় তাহার বা সংস্কৃতের সমান বা অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয় তাদের বলে–
[A] তৎসম
[B] তদ্ভব
[C] অর্ধ তৎসম
[D] বিদেশী
উঃ [A] তৎসম
৬) গরম ভাত। এখানে ‘গরম’ হল-
[A] গুণবাচক বিশেষ্য
[B] পরিমাণ বাচক বিশেষ্য
[C] অবস্থা বাচক বিশেষ্যের বিশেষণ
[D] অবস্থান বাচক বিশেষ্য
উঃ [C] অবস্থা বাচক বিশেষ্যের বিশেষণ
৭) ‘ক’, ‘গ’ হল-
[A] অল্পপ্রাণ ধ্বনি
[B] মহাপ্রাণ ধ্বনি
[C] অঘোষ ধ্বনি
[D] ঘোষ ধ্বনি
উঃ [D] ঘোষ ধ্বনি
[quads id=10]
৮) অপিনিহিতি শব্দের সাধারণ অর্থ কি?
[A] সামঞ্জস্য
[B] পরে স্থাপন
[C] মধ্য বর্ণ লোপ
[D] পূর্বে স্থাপন
উঃ [D] পূর্বে স্থাপন
৯) সন্ধির মিলন হল দুটি শব্দের শেষ ও প্রথম-
[A] ধ্বনির
[B] বর্ণর
[C] অর্থর
[D] বানানের
উঃ [A] ধ্বনির
১০) সু + অচ্ছ, সন্ধি হলে সমাসবদ্ধ পদটি হবে-
[A] সূচ্ছা
[B] স্বচ্ছ
[C] সৌচ্ছ
[D] সোচ্ছ
উঃ [B] স্বচ্ছ
১১) প্রত্যয় যুক্ত হয়-
[A] ধাতুর পরে
[B] ধাতুর আগে
[C] বাক্যের শেষে
[D] উপসর্গের আগে
উঃ [B] ধাতুর আগে
আরও পড়ুনঃ
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ৫
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ৫
১২) পন্ডিতমশাই শব্দটি হল–
[A] সংকর
[B] দেশি
[C] তৎসম
[D] তদ্ভব
উঃ [A] সংকর
১৩) পদ কয় প্রকার?
[A] পাঁচ প্রকার
[B] তিন প্রকার
[C] দুই প্রকার
[D] চার প্রকার
উঃ [A] পাঁচ প্রকার
| Primary TET Bengali Practice Set | |
| বাংলা প্র্যাকটিস সেট-১ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-২ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-৩ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-৪ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-৫ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-৬ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-৭ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-৮ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-৯ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১০ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১১ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১২ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১৩ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১৪ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১৫ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১৬ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১৭ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১৮ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-১৯ | Click Here |
| বাংলা প্র্যাকটিস সেট-২০ | Click Here |
১৪) প্রধানত বাক্যের কয়টি অংশ?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
উঃ [B] দুটি
১৫) ছেলেরা প্রতিদিন মাঠে খেলাধুলা করে। এই বাক্যে উদ্দেশ্য কোনটি?
[A] মাঠে
[B] খেলাধুলা করে
[C] ছেলেরা
[D] প্রতিদিন
উঃ [C] ছেলেরা
[quads id=10]
Primary TET Bangla Practice Set PDF Download
বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bangla Practice Set: Download Now








