এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Practice Set
১) কেউ কথা রাখেনি। ‘কেউ’ হল-
[A] ব্যক্তিবাচক সর্বনাম
[B] অনির্দেশক সর্বনাম
[C] নির্দেশক সর্বনাম
[D] সমষ্টিবাচক সর্বনাম
উঃ [B] অনির্দেশক সর্বনাম
২) দিনে আলো আছে – রাত্রে অন্ধকার। এখানে ‘-’ চিহ্নটির পরিবর্তে বসবে-
[A] কমা (,)
[B] সেমিকোলোন (;)
[C] দাঁড়ি (।)
[D] কোলন (:)
উঃ [B] সেমিকোলোন (;)
৩) গণেশ =
[A] গন + ঈশ
[B] গন + ইশ
[C] গণ + ঈশ
[D] গণ + ইশ
উঃ [C] গণ + ঈশ
৪) অন্তঃস্বরলোপ -এর উদাহরণ হল-
[A] আমন
[B] আউশ
[C] জোনাক
[D] দিব্য
উঃ [C] জোনাক
৫) ‘মাটির মানুষ’ বাগধারাটির অর্থ হল-
[A] ক্ষুদ্র ব্যক্তি
[B] খুব ভালো লোক
[C] বোকা লোক
[D] হতভাগা লোক
উঃ [B] খুব ভালো লোক
৬) ‘ই’, ‘উ’ ধ্বনি দুটি হল-
[A] অর্ধসংবৃত ধ্বনি
[B] বিবৃত স্বরধ্বনি
[C] সংবৃত স্বরধ্বনি
[D] অর্ধবিবৃত স্বরধ্বনি
উঃ [C] সংবৃত স্বরধ্বনি
৭) গৃহিণী > গিন্নি এটি হল-
[A] আদিস্বর লোপের উদাহরণ
[B] মধ্যস্বর লোপের উদাহরণ
[C] অন্তস্বর লোপের উদাহরণ
[D] মধ্য স্বরাগমের উদাহরণ
উঃ [D] মধ্য স্বরাগমের উদাহরণ
৮) স্বরভক্তি শব্দটির সাধারণ অর্থ হল-
[A] স্বর লোপ পাওয়া
[B] স্বরের বিভাগ বা বিভাজন
[C] স্বর পরিবর্তিত হওয়া
[D] স্বর বিকৃত হওয়া
উঃ [B] স্বরের বিভাগ বা বিভাজন
শিশু বিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট
পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট
বাংলা প্র্যাকটিস সেট
৯) ষট্ + দশ সন্ধিবদ্ধ হলে নতুন শব্দটি কি হবে?
[A] ষষ্ঠদশ
[B] ষোড়শ
[C] ষড়দশ
[D] ষোটশ
উঃ [B] ষোড়শ
১০) সূর্য, হাত, টেবিল এদের মধ্যে তৎসম শব্দ কোনটি?
[A] হাত
[B] টেবিল
[C] সূর্য
[D] কোনোটিই নয়
উঃ [C] সূর্য
১১) বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে বলে-
[A] সর্বনাম
[B] ক্রিয়া
[C] বিশেষণ
[D] অব্যয়
উঃ [A] সর্বনাম
১২) ‘সিঁদুর কৌটা’ কোন সমাস?
[A] মধ্যপদলোপী কর্মধারয়
[B] সাধারণ কর্মধারয়
[C] অধিকরণ তৎপুরুষ
[D] সম্বন্ধ তৎপুরুষ
উঃ [A] মধ্যপদলোপী কর্মধারয়
১৩) নীচের কোনটি অব্যয় নয়?
[A] এবং
[B] কিন্তু
[C] সে
[D] অথবা
উঃ [C] সে
১৪) নীচের কোনটি বেমানান?
[A] বাবা
[B] বলদ
[C] মোরগ
[D] শিশু
উঃ [D] শিশু
Primary TET Bengali Practice Set | |
বাংলা প্র্যাকটিস সেট-১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১০ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১১ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১২ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৩ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৪ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৫ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৬ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৭ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৮ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-১৯ | Click Here |
বাংলা প্র্যাকটিস সেট-২০ | Click Here |
১৫) ‘সচেষ্ট’ শব্দটির বিপরীত শব্দটি হল-
[A] নিশ্চেষ্ট
[B] অচেষ্টা
[C] নিকৃষ্ট
[D] চেষ্ট
উঃ [A] নিশ্চেষ্ট
Primary TET Bangla Practice Set PDF Download
বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bangla Practice Set: Download Now