এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) কোনটি সামাজিকীকরণের ক্ষেত্রে একটি প্রাথমিক সংস্থা?
[A] কম্পিউটার
[B] বংশগতি
[C] রাজনৈতিক দল
[D] পরিবার
উঃ [D] পরিবার
২) কোনটি সামাজিকীকরণ -এর অন্তর্ভুক্ত নয়?
[A] বিশ্বাস এবং মূল্যবোধ অর্জন
[B] বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য এবং গুণাবলী সঞ্চালন
[C] সংস্কৃতি, রীতিনীতি, আদবকায়দা শিখন
[D] শিখন দক্ষতা অর্জন
উঃ [B] বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য এবং গুণাবলী সঞ্চালন
৩) ‘অন্যের চোখে নিজেকে দেখা’ (Looking- glass self) শব্দটি কে প্রবর্তন করেন?
[A] জর্জ পেইনি
[B] সি এইচ কুলি
[C] ম্যাকাইভার
[D] কোঁত
উঃ [B] সি এইচ কুলি
৪) সামাজিকীকরণের মাধ্যমে শিশুর-
[A] রাজনৈতিক চিন্তাভাবনা তৈরি হয়
[B] বোধের সূচনা হয়
[C] বৌদ্ধিক বিকাশ পূর্ণ হয়
[D] সামাজিক মূল্যবোধ তৈরি হয়
উঃ [D] সামাজিক মূল্যবোধ তৈরি হয়
৫) শৈশবকালে গৃহ ও বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর-
[A] সামাজিকীকরণ হয়
[B] শারীরিক বৃদ্ধি হয়
[C] স্মৃতিশক্তির বিকাশ হয়
[D] কোনোটিই নয়
উঃ [A] সামাজিকীকরণ হয়
৬) সামাজিকীকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় হলো-
[A] যৌবন
[B] কৈশোর
[C] শৈশব
[D] কোনোটিই নয়
উঃ [C] শৈশব
৭) কোহলবার্গের মতে নৈতিক বিকাশ হলো একপ্রকার-
[A] ইচ্ছা
[B] বুদ্ধি
[C] জ্ঞান
[D] কোনোটিই নয়
উঃ [C] জ্ঞান
৮) ‘যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক পরিবেশে মানুষে পরিণত হয়, তাকে সামাজিকীকরণ বলে।’ -এই উক্তিটি কার?
[A] কিংসলে ডেভিস
[B] লা পেয়ার
[C] ফার্নসাওয়ার্থ
[D] র্যাফল লিটন
উঃ [A] কিংসলে ডেভিস
৯) সামাজিকীকরণ একটি ________ প্রক্রিয়ার অঙ্গ।
[A] সামাজিক
[B] মানসিক
[C] সাংস্কৃতিক
[D] রাজনৈতিক
উঃ [A] সামাজিক
১০) শিশু দল গঠন করে খেলাধুলা শুরু করে কোন স্তরে?
[A] 0- 2 বছর বয়সে
[B] 11- 19 বছর বয়সে
[C] 2- 5 বছর বয়সে
[D] 5- 11 বছর বয়সে
উঃ [D] 5- 11 বছর বয়সে
১১) কোনটি সামাজিকীকরণের সঙ্গে সম্পর্কযুক্ত?
[A] সামাজিক মূল্যবোধ
[B] চিন্তাভাবনা
[C] বোধোদয়
[D] রাজনীতি
উঃ [A] সামাজিক মূল্যবোধ
১২) সামাজিক আচরণের মূল ভিত্তি হল-
[A] সামাজিক গোষ্ঠী
[B] সামাজিক সদস্য
[C] বিকাশ
[D] বুদ্ধি
উঃ [A] সামাজিক গোষ্ঠী
১৩) জন্মাবস্থায় শিশু থাকে-
[A] নৈতিক
[B] পরিশ্রমী
[C] স্বাভাবিক
[D] আত্মকেন্দ্রিক
উঃ [D] আত্মকেন্দ্রিক
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৪) সামাজিকীকরণের আঁতুড়ঘর হল-
[A] পরিবার
[B] বিদ্যালয়
[C] সমাজ
[D] সংঘ
উঃ [A] পরিবার
১৫) Law Of Seggregation -এর কথা কে উল্লেখ করেন?
[A] মেন্ডেল
[B] স্টোন
[C] টারম্যান
[D] নিউম্যান
উঃ [A] মেন্ডেল
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now