এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) কে সমাজমিতি কৌশলের উদ্ভাবক?
[A] ড. হরগোবিন্দ খোরানা
[B] ড. জে এল মোরেনো
[C] ড. আই প্যাভলভ
[D] ড. ই এল থর্নডাইক
উঃ [B] ড. জে এল মোরেনো
২) শিশু ও যুবকদের সামাজিকীকরণ শেখার জায়গা হল-
[A] পরিবার
[B] বিদ্যালয়
[C] সহপাঠী
[D] সবকটি
উঃ [D] সবকটি
৩) সমাজবিজ্ঞানের শিক্ষকের দৃষ্টিতে সামাজিকীকরণ হল-
[A] অর্থনৈতিক দিক থেকে সচেতন হওয়া
[B] সামাজিক দিক থেকে সচেতন হওয়া
[C] সমাজ থেকে বিনা কারণে নিজেকে দূরে সরিয়ে রাখা
[D] সকল ক্ষেত্রে সামাজিক হয়ে ওঠা
উঃ [D] সকল ক্ষেত্রে সামাজিক হয়ে ওঠা
৪) নীচের কোনটি সামাজিক বিকাশের নীতি?
[A] সামাজিক পরিপক্কতা
[B] সামাজিক প্রবহমানতা
[C] সামাজিক সংগতিবিধান
[D] সবকটি
উঃ [D] সবকটি
৫) একটি শিশুর সামাজিক আচরণ কখন আত্মকেন্দ্রিক হয়ে ওঠে?
[A] 3 বছর বয়সে
[B] 5 বছর বয়সে
[C] 7 বছর বয়সে
[D] সারা জীবন ধরে
উঃ [A] 3 বছর বয়সে
৬) নবজাতক শিশুকে ________ হিসেবে বিবেচনা করা হয়।
[A] অর্ধ-সামাজিক
[B] অসামাজিক
[C] সামাজিক
[D] সামাজিক সত্তা
উঃ [D] সামাজিক সত্তা
৭) শিশুর সামাজিক রীতিনীতি শেখার ক্ষেত্রে কার ভূমিকা সব থেকে বেশি?
[A] মাসি- মামার
[B] মহিলা ও মেয়েদের
[C] বাবা- মায়ের
[D] দাদু- ঠাকুমার
উঃ [C] বাবা- মায়ের
৮) ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোন গোষ্ঠীর ভূমিকা সবথেকে বেশি?
[A] আন্তঃগোষ্ঠী
[B] অন্তঃগোষ্ঠী
[C] প্রাথমিক গোষ্ঠী
[D] মাধ্যমিক গোষ্ঠী
উঃ [C] প্রাথমিক গোষ্ঠী
৯) ব্যক্তি যখন অন্যদের সঙ্গে সাক্ষাৎ করে তখন সেই আচরণকে কি বলা হয়?
[A] সামাজিক মনোবিদ্যা
[B] সামাজিক জীববিদ্যা
[C] সামাজিক যোগাযোগ
[D] সামাজিক ম্যাট্রিক্স
উঃ [C] সামাজিক যোগাযোগ
১০) ‘Looking- glass self’ বলতে কী বোঝায়?
[A] নিজের ব্যক্তিসত্তা সম্পর্কে সচেতনতা
[B] অন্যেরা আমাকে কিভাবে দেখছে তা কল্পনা করা
[C] সমাজে অন্যদের নিজের দৃষ্টিভঙ্গিতে দেখা
[D] আত্মোপলব্ধি
উঃ [B] অন্যেরা আমাকে কিভাবে দেখছে তা কল্পনা করা
১১) কোন বয়সে একটি শিশুর সামাজিক প্রেক্ষিতে সক্রিয় ভাবে কাজ করতে শুরু করে?
[A] প্রাপ্ত বয়সে
[B] কৈশোরে
[C] বার্ধক্যে
[D] শৈশবে
উঃ [B] কৈশোরে
১২) কোন ঘটনা নির্দেশ করেছে একজন শিশু শ্রেণিকক্ষে প্রক্ষোভিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ?
[A] সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্কের বিকাশ
[B] মনোযোগ এবং দৃঢ়তার সঙ্গে প্রতিযোগিতামূলক কাজ
[C] রাগ এবং আনন্দ কার্যকারীভাবে নিয়ন্ত্রণ করে
[D] সহপাঠীদের দৃঢ়তার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ
উঃ [B] মনোযোগ এবং দৃঢ়তার সঙ্গে প্রতিযোগিতামূলক কাজ
১৩) পিঁয়াজের নির্মিতিবাদ অনুসারে-
[A] শিখন হলো প্রকৃতিগত দিক থেকে আচরনবাদী
[B] শিখনে শিশু নিষ্ক্রিয়ভাবে অংশগ্রহণ করে
[C] শিখন হল শিক্ষককেন্দ্রিক
[D] শিখন হল শিশুকেন্দ্রিক
উঃ [D] শিখন হল শিশুকেন্দ্রিক
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৪) ‘Development Precedes learning’ – কথাটি কে বলেছিলেন?
[A] জন ডিউই
[B] ভাইগটস্কি
[C] পিঁয়াজে
[D] ব্রুনার
উঃ [C] পিঁয়াজে
১৫) পিঁয়াজের মতে বিকাশের প্রথম স্তরে শিশুরা সব থেকে ভালো শেখে-
[A] বোধগম্যতার মাধ্যমে
[B] বিমুর্ত চিন্তনের মাধ্যমে
[C] ভাষা সম্পর্কিত নতুন জ্ঞান প্রয়োগের মাধ্যমে
[D] ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে
উঃ [D] ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now