এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) প্রাক- সক্রিয়তার স্তরে কোন প্রকার জ্ঞানমূলক দক্ষতা অর্জন হয়?
[A] লক্ষ্যকেন্দ্রিক আচরণ সম্পাদনের ক্ষমতা
[B] সমানুভূতির দক্ষতা
[C] কাল্পনিক অবরোহী চিন্তন দক্ষতা
[D] পরিপূর্ণ রূপে কাল্পনিক চিন্তন দক্ষতা
উঃ [A] লক্ষ্যকেন্দ্রিক আচরণ সম্পাদনের ক্ষমতা
২) ভাইগটস্কির মতানুসারে নিচের কোনটি শিখন থেকে বিচ্ছিন্ন করা যায় না?
[A] শক্তিদায়ক সত্তা
[B] আচরণের পরিমাপযোগ্য পরিবর্তন
[C] প্রত্যক্ষণ এবং মনোযোগ
[D] সামাজিক প্রেক্ষাপট
উঃ [D] সামাজিক প্রেক্ষাপট
৩) পিঁয়াজের মতে শিখনের জ্ঞানমূলক তত্ত্বে যে পদ্ধতির সাহায্যে জ্ঞানমূলক কাঠামোর পরিবর্তন ও পরিমার্জন হয় তাকে কি বলা হয়?
[A] ধারণা
[B] উপযোজন
[C] অঙ্গীভূতকরণ
[D] স্কিমা
উঃ [B] উপযোজন
৪) কোহলবার্গের মতে, চিন্তন পদ্ধতির অন্তর্ভুক্ত বিচারকরন সম্বন্ধে ভুল এবং নির্ভুল প্রশ্নগুলোকে কি বলা হয়ে থাকে?
[A] নৈতিক সহযোগিতা
[B] নৈতিক কারণ
[C] নৈতিক বাস্তববাদ
[D] নৈতিক দ্বন্দ্ব
উঃ [D] নৈতিক দ্বন্দ্ব
৫) পিঁয়াজের মতে, বিকাশের কোন স্তরে শিশুদের মনে ‘object permanence’ বিষয়টি উদ্ভূত হয়?
[A] মুর্ত সক্রিয়তার স্তর
[B] যৌক্তিক সক্রিয়তার স্তর
[C] সংবেদন সক্রিয়তামূলক স্তর
[D] প্রাক-সক্রিয়তার স্তর
উঃ [C] সংবেদন সক্রিয়তামূলক স্তর
৬) পিঁয়াজের মতে স্কিমা কি?
[A] এক ধরনের বুদ্ধি
[B] এক ধরনের প্রেষণা
[C] এক ধরনের আচরণ
[D] অর্জিত তথ্য প্রক্রিয়াকরণ করা
উঃ [D] অর্জিত তথ্য প্রক্রিয়াকরণ করা
৭) পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশু বিমুর্ত চিন্তন করতে পারে?
[A] মূর্ত সক্রিয়তার স্তর
[B] নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর
[C] সংজ্ঞামূলক চিন্তনের স্তর
[D] প্রাক-ধারণামূলক স্তর
উঃ [B] নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর
৮) কোহলবার্গ ‘নীতিবোধ’ বলতে বুঝিয়েছেন-
[A] মিথ্যা কথা না বলা
[B] চুরি না করা
[C] নিজের নীতিতে অবিচল থাকা
[D] ন্যায়বিচার বা ন্যায়পরায়ণতা
উঃ [D] ন্যায়বিচার বা ন্যায়পরায়ণতা
৯) কোহলবার্গ ব্যক্তিজীবনের মূল উপাদানগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন?
[A] 1 টি
[B] 3 টি
[C] 2 টি
[D] 4 টি
উঃ [B] 3 টি
১০) নিচের কোন বিষয়টি ভাইগটস্কির তত্ত্বের মূল কথা?
[A] জ্ঞানমূলক বিষয়
[B] বোধমূলক বিষয়
[C] সামাজিক মিথস্ক্রিয়া
[D] সাংস্কৃতিক বিষয়
উঃ [C] সামাজিক মিথস্ক্রিয়া
১১) মনোবিদ ভাইগটস্কির মতে ‘ZPD’ কী?
[A] যেখানে শিশুরা নিজেরাই স্বচ্ছন্দভাবে যেকোনো সমস্যার সমাধান করতে পারে
[B] যেখানে শিশুরা অন্যের সমস্যা সমাধান করতে পারে
[C] যেখানে শিশুরা একদমই সমস্যার সমাধান করতে পারে না
[D] যেখানে শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমস্যা সমাধান করতে পারে
উঃ [D] যেখানে শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমস্যা সমাধান করতে পারে
১২) পিঁয়াজের মতে, 7-8 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে কি বলা হয়?
[A] সংবেদনমূল স্তর
[B] মূর্ত সক্রিয়তার স্তর
[C] প্রাক-সক্রিয়তার স্তর
[D] যৌগিক সক্রিয়তার স্তর
উঃ [B] মূর্ত সক্রিয়তার স্তর
১৩) ‘জেনেটিক এপিস্টেমোলজি’ নামক মতবাদটির প্রবক্তা কে?
[A] কান্ট
[B] কোহলবার্গে
[C] পিঁয়াজে
[D] বান্দুরা
উঃ [C] পিঁয়াজে
১৪) পিঁয়াজের মতে, শিশুর জৈবিক সক্রিয়তার দুটি পরস্পর বিপরীতধর্মী উপাদান হল-
[A] আত্তীকরণ – উপযোজন
[B] বংশগতি – পরিবেশ
[C] দেহ – মন
[D] খাদ্য – বাসস্থান
উঃ [A] আত্তীকরণ – উপযোজন
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) জ্যাঁ পিঁয়াজের মতে শিশুর সক্রিয় চিন্তন স্তরের ব্যাপ্তি-
[A] 4- 7 বছর
[B] 2- 4 বছর
[C] 12 বা তার বেশি
[D] 3- 4 বছর
উঃ [C] 12 বা তার বেশি
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now