এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) ‘Schema’-এই ধারণাটিকে কে জনপ্রিয় করে তোলেন?
[A] কান্ট
[B] পিঁয়াজে
[C] ফ্রেডারিক বার্টলেট
[D] স্পেনসার
উঃ [B] পিঁয়াজে
২) জীবনবিকাশের তত্ত্বাবলীর শ্রেণীভাগ-
[A] আন্তঃঅভিব্যক্তি মূলক তত্ত্ব (Endogenous Theory)
[B] বহিঃঅভিব্যাক্তিমূলক তত্ত্ব (Exogenous Theory)
[C] সৃজনাত্মক তত্ত্ব (Constructive Theory)
[D] উপরের সবকটি
উঃ [D] উপরের সবকটি
৩) Piaget -এর মতে চিন্তনের দুটি প্রবণতা হল-
[A] সংগঠন ও অভিযোজন
[B] অভিযোজন ও সহযোজন
[C] আত্তীকরণ ও অভিযোজন
[D] সহযোজণ ও আত্তীকরণ
উঃ [D] সহযোজণ ও আত্তীকরণ
৪) পিঁয়াজের মতে স্কিমা কি?
[A] বিভাজনের প্রক্রিয়া
[B] শিখনের কৌশল
[C] দীর্ঘমেয়াদি স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভান্ডার
[D] প্রতিরক্ষামূলক কৌশল
উঃ [C] দীর্ঘমেয়াদি স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভান্ডার
৫) কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন?
[A] বান্দুরা
[B] পিঁয়াজে
[C] এরিকসন
[D] কোহলবার্গ
উঃ [D] কোহলবার্গ
৬) আধুনিক শিক্ষার প্রধানতম বৈশিষ্ট্য কী?
[A] আধুনিক শিক্ষা শিক্ষককেন্দ্রিক
[B] আধুনিক শিক্ষা শিক্ষার্থীকেন্দ্রিক
[C] আধুনিক শিক্ষা বিষয়কেন্দ্রিক
[D] আধুনিক শিক্ষা প্রযুক্তিকেন্দ্রিক
উঃ [B] আধুনিক শিক্ষা শিক্ষার্থীকেন্দ্রিক
৭) খেলাধুলাকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার কথা কে বলেছেন?
[A] কমেনিয়াস
[B] পোস্তালৎসি
[C] ডিউই
[D] পায়কাবে
উঃ [A] কমেনিয়াস
৮) আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি?
[A] শিক্ষার্থীর আত্ম-সক্রিয়তা
[B] শিক্ষার্থীর মতামত
[C] শিক্ষার্থীর চাহিদা
[D] শিক্ষার্থীর শিখণ পদ্ধতি
উঃ [A] শিক্ষার্থীর আত্ম-সক্রিয়তা
৯) শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষককে কি হিসেবে বর্ণনা করা হয়েছে?
[A] শাসনকারী
[B] পরিচালক
[C] বন্ধু
[D] অভিভাবক
উঃ [C] বন্ধু
১০) কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষাপদ্ধতি নয়?
[A] অনুশিক্ষণ পদ্ধতি
[B] ডেক্রলী পদ্ধতি
[C] উইনেকটা পদ্ধতি
[D] ডালটন পদ্ধতি
উঃ [A] অনুশিক্ষণ পদ্ধতি
১১) অগ্রগতিমূলক (Progressive) শিক্ষার বৈশিষ্ট্য কোনটি?
[A] নির্বাচিত বইয়ের ভিত্তিতে নিদের্শনা দান
[B] পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার উপর গুরুত্ব দান
[C] পরিস্থিতি বিচার করে শিক্ষার্থীর তাৎক্ষণিক পরীক্ষা নেওয়া
[D] পরীক্ষার্থীর জন্য সুষম বসার ব্যবস্থা ও যথাযথ সময় নির্ঘণ্টন ঠিক করা
উঃ [C] পরিস্থিতি বিচার করে শিক্ষার্থীর তাৎক্ষণিক পরীক্ষা নেওয়া
১২) শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তি বৈষম্য দেখা যায়। এক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত?
[A] বিভিন্ন ধরনের শিখন অভিজ্ঞতা সরবরাহ করা
[B] সঠিক শৃঙ্খলা রূপায়িত করা
[C] পরীক্ষা নেওয়ার সংখ্যা বাড়ানো
[D] সবার জন্য একই রকম শিক্ষার ব্যবস্থা করা
উঃ [A] বিভিন্ন ধরনের শিখন অভিজ্ঞতা সরবরাহ করা
১৩) অনুবন্ধের তত্ত্বকে শিক্ষা পদ্ধতি হিসেবে বিবেচনা করেছেন কোন শিক্ষাবিদ?
[A] পেস্তালৎসি
[B] হার্বার্ট
[C] রুশো
[D] প্লেটো
উঃ [B] হার্বার্ট
১৪) শিশুকেন্দ্রিক শিক্ষা হল-
[A] শিশুর সুপ্ত সম্ভাবনাকে অগ্রাধিকার দেওয়া
[B] শিশুর চাহিদাকে অগ্রাধিকার দেওয়া
[C] শিশুর প্রয়োজন অনুসারে শিখনের অগ্রসর হওয়া
[D] উপরের সবকটি
উঃ [D] উপরের সবকটি
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) শিশুকেন্দ্রিক শিক্ষার কারণ হল-
[A] প্রতিটি শিশুই স্বতন্ত্র
[B] প্রতিটি শিশুর মধ্যে বৈষম্য দেখা যায়
[C] প্রতিটি শিশুরই নিজস্বতা রয়েছে
[D] সবকটি
উঃ [D] সবকটি
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now