এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) শিশুকেন্দ্রিক শিক্ষা নিচের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
[A] সমাজতান্ত্রিক লক্ষ্য
[B] ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য
[C] স্বাভাবিক লক্ষ্য
[D] সাংস্কৃতিক লক্ষ্য
উঃ [B] ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য
২) আধুনিক শিক্ষার অন্যতম রূপ হল-
[A] সমাজকেন্দ্রিকতার শিক্ষা
[B] ধর্মীয়কেন্দ্রীকতার শিক্ষা
[C] শিশুকেন্দ্রিকতার শিক্ষা
[D] সবকটি
উঃ [C] শিশুকেন্দ্রিকতার শিক্ষা
৩) শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি কি?
[A] অবাধ স্বাধীনতা
[B] অবাধ দমন
[C] অবাদ নৈতিকতা
[D] অবাধ কল্পনা
উঃ [A] অবাধ স্বাধীনতা
৪) শিশুকেন্দ্রিক শিক্ষায় কোন ধরনের শৃঙ্খলার ওপর গুরুত্ব আরোপ করা হয়?
[A] কঠোর শৃঙ্খলা
[B] নৈতিক শৃঙ্খলা
[C] স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা
[D] সবকটি
উঃ [C] স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা
৫) শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি হল-
[A] দার্শনিক
[B] মনোবৈজ্ঞানিক
[C] সামাজিক
[D] নৈতিক
উঃ [B] মনোবৈজ্ঞানিক
৬) শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল-
[A] শিশুর চাহিদা, আগ্রহ, মানসিক ও দৈহিক ক্ষমতার বিচার করে শিক্ষাদান করা
[B] জোর করে শিশুর ওপর জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়া
[C] বদ্ধ পরিবেশে শিশুর আগ্রহ অনুসারে তথ্যপ্রধান করা
[D] বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর সম্মুখে পাঠ্য বিষয় উপস্থাপন করা
উঃ [A] শিশুর চাহিদা, আগ্রহ, মানসিক ও দৈহিক ক্ষমতার বিচার করে শিক্ষাদান করা
৭) আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষক হলেন-
[A] বন্ধু
[B] নির্দেশক
[C] সহায়ক
[D] সবকটি
উঃ [D] সবকটি
৮) প্রগতিশীল শিক্ষার ধারণা কোন দার্শনিক চিন্তা থেকে আসে?
[A] প্রয়োগবাদ
[B] প্রকৃতিবাদ
[C] মার্কসবাদ
[D] ভাববাদ
উঃ [A] প্রয়োগবাদ
৯) কোনটি প্রগতিশীল শিক্ষার নীতি?
[A] শিশুকে স্বাধীনতা প্রদান
[B] জীবনকেন্দ্রিক শিক্ষা
[C] ব্যক্তি ও সমাজ উপযোগী শিক্ষা
[D] সবকটি
উঃ [D] সবকটি
১০) কোনটি প্রগতিশীল শিক্ষার নীতি নয়?
[A] শিশুকে সক্রিয়ভাবে শিক্ষা প্রদান
[B] উৎপাদনমূলক শিক্ষা প্রদান
[C] পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা প্রদান
[D] কর্মকেন্দ্রিক শিক্ষা
উঃ [C] পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা প্রদান
১১) প্রগতিশীল শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল-
[A] পরিচালক
[B] নির্দেশক
[C] পথপ্রদর্শক
[D] সবকটি
উঃ [D] সবকটি
১২) একজন প্রগতিশীল চিন্তাবিদ হলেন-
[A] জন ডিউই
[B] প্লেটো
[C] অ্যারিস্টটল
[D] লক
উঃ [A] জন ডিউই
১৩) শিশুর প্রথম শিক্ষক কে?
[A] প্রধান শিক্ষক
[B] শ্রেণী শিক্ষক
[C] মা
[D] গৃহশিক্ষক
উঃ [C] মা
১৪) ভারতের প্রাক-প্রাথমিক শ্রেণীতে নিম্নলিখিত কোন বিষয়টি বর্তমানে শেখানো হয় না?
[A] অক্ষর ও সংখ্যা পরিচয়
[B] ব্রতচারী
[C] সহজে অংক শেখা
[D] ব্যায়াম
উঃ [B] ব্রতচারী
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) কোন বিষয়টি শিশুশিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত?
[A] স্বতোৎসারিত আনন্দ
[B] সমবেত প্রয়োগ পদ্ধতি
[C] সামাজিক উন্নতি
[D] ব্যক্তিগত উন্নতি
উঃ [A] স্বতোৎসারিত আনন্দ
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now