এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) শিক্ষা শিশুদের কাছে বোঝা মনে হয় কেন?
[A] বিদ্যালয়ের ভারী ব্যাগ বহন করার ফলে
[B] পিতা-মাতার সহানুভূতি
[C] প্রাণহীন শিক্ষাপদ্ধতি
[D] নিম্নমানের সুযোগ সুবিধা
উঃ [C] প্রাণহীন শিক্ষাপদ্ধতি
২) প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
[A] সংস্থাপন
[B] সংশ্লেষণ
[C] সংগতি স্থাপন
[D] ঐক্যবদ্ধ প্রয়াস
উঃ [C] সংগতি স্থাপন
৩) শিশুদের গল্পের জন্য কি ধরনের পরিবেশ সৃষ্টি করা দরকার?
[A] স্বাচ্ছন্দ্য
[B] আবেগপূর্ণ
[C] জটিল
[D] কৃত্রিম
উঃ [A] স্বাচ্ছন্দ্য
৪) শিশু সঙ্গীতের মাধ্যমে কি শেখে?
[A] চারপাশর প্রকৃতি পরিবেশের সঙ্গে যোগসূত্রতা
[B] নির্মল আনন্দ
[C] বিচার শক্তি
[D] সব বিষয়কে আনন্দপূর্ণ করে তোলা
উঃ [A] চারপাশর প্রকৃতি পরিবেশের সঙ্গে যোগসূত্রতা
৫) যেসব শিশুরা শ্রেণিকক্ষে বেশি প্রশ্ন করে তাদের কি করা উচিত?
[A] তাদের অবজ্ঞা করা উচিত
[B] তাদের শান্ত হতে এবং বিশৃঙ্খলা না করতে বলা উচিত
[C] শ্রেণিকক্ষের বাইরে এবং ভেতরে যখনই প্রশ্ন করবে তখনই তাদের সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত
[D] তাদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে সঙ্গে দেখা করতে বলা উচিত
উঃ [C] শ্রেণিকক্ষের বাইরে এবং ভেতরে যখনই প্রশ্ন করবে তখনই তাদের সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত
৬) ফ্রয়েবেল শিশুর মনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
[A] ভোরের আলো
[B] নরম মোম
[C] শিশির
[D] সুগন্ধি ফুল
উঃ [B] নরম মোম
৭) শিশুর প্রকৃতি হচ্ছে সর্বদা কিরূপ?
[A] আগ্রাসী
[B] প্রতিযোগিতামূলক
[C] ধ্বংসাত্মক
[D] উৎসুক
উঃ [D] উৎসুক
৮) শিশু শিক্ষায় কর্মশিক্ষা কোন চাহিদা পূরণ করে?
[A] মনোবৈজ্ঞানিক চাহিদা
[B] জৈবিক চাহিদা
[C] সামাজিক চাহিদা
[D] ব্যক্তিগত চাহিদা
উঃ [A] মনোবৈজ্ঞানিক চাহিদা
৯) একজন শিক্ষক হিসেবে আপনি শিশুশিক্ষার সঙ্গে নিম্নলিখিত কোন বিষয়টি যুক্ত করবেন না?
[A] শারীরশিক্ষা
[B] ভাষা ও সাহিত্য
[C] ধর্ম
[D] জীবনবিজ্ঞান
উঃ [C] ধর্ম
১০) একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
[A] পাঠ্য বিষয়ের উপর গভীর জ্ঞান থাকা
[B] শিক্ষার্থীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা
[C] কঠোর শৃঙ্খলাপরায়ণতায় বিশ্বাসী হওয়া
[D] শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা
উঃ [D] শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা
১১) নবোদয় বিদ্যালয় স্থাপিত হয়েছে-
[A] গ্রামীণ এলাকায় বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর জন্য
[B] গ্রামীন এলাকায় ভালো শিক্ষা দেওয়ার জন্য
[C] সর্বশিক্ষা অভিযানকে সার্থক করার জন্য
[D] গ্রামীন এলাকায় শিক্ষার অপচয় কমানোর জন্য
উঃ [B] গ্রামীন এলাকায় ভালো শিক্ষা দেওয়ার জন্য
১২) মন্তেসরি শিক্ষার মূল ভিত্তি কি?
[A] প্রকৃতি পর্যবেক্ষণ
[B] ব্যবহারিক পর্যবেক্ষণ
[C] সামাজিক দায়িত্ব
[D] শিক্ষার্থীর আগ্রহ
উঃ [D] শিক্ষার্থীর আগ্রহ
১৩) কার মতে, ‘প্রত্যেক শিশুর অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে আবিষ্কার করাই হলো শিক্ষকের কর্তব্য’?
[A] মন্তেসরি
[B] পেস্তালৎসি
[C] ফ্রেয়েবেল
[D] ডিউই
উঃ [B] পেস্তালৎসি
১৪) শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর স্বাধীনতা কেমন হবে?
[A] কিছুটা স্বাধীনতা
[B] শিশুর স্বাধীনতা থাকবে না
[C] নিয়মতান্ত্রিক স্বাধীনতা
[D] অবাধ স্বাধীনতা
উঃ [D] অবাধ স্বাধীনতা
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কাকে বলা হয়?
[A] কমেনিয়াস
[B] রুশো
[C] থর্নডাইক
[D] ফ্রয়েবেল
উঃ [B] রুশো
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now