এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এক-
[A] দীর্ঘ পথের যাত্রী
[B] ক্ষণিকের যাত্রী
[C] আংশিক পথচারী
[D] কোনোটিই নয়
উঃ [A] দীর্ঘ পথের যাত্রী
২) দুজন মানুষের বৌদ্ধিক আচরণের পার্থক্য কি কারণে হয়?
[A] মানসিক ক্ষমতার
[B] সৃজন ক্ষমতার
[C] সাধারণ কর্ম দক্ষতার
[D] প্রাক্ষোভিক ক্ষমতার
উঃ [A] মানসিক ক্ষমতার
৩) বিশেষ ক্ষমতার মতো ছোট নয় আবার বুদ্ধির মত বড় নয়, এমন ক্ষমতা হল-
[A] গাড়ি চালানো
[B] অংক কষা
[C] ভাষাগত দক্ষতা
[D] শিক্ষকতা
উঃ [C] ভাষাগত দক্ষতা
৪) একটি শিশু রবীন্দ্রনাথের ছড়া পড়ে অর্থ বোঝার চেষ্টা করছে। এখানে শিশুটি তার কোন ধরনের বৌদ্ধিক ক্ষমতা ব্যবহার করছে?
[A] অপসারী চিন্তন
[B] প্রত্যাভিজ্ঞা
[C] সাংকেতিক
[D] স্মৃতিগত
উঃ [B] প্রত্যাভিজ্ঞা
৫) ধরা যাক, কোনো শিক্ষার্থীর সময়গত বয়স 8 এবং মানসিক বয়স 12, তার বুদ্ধ্যঙ্ক কত?
[A] 150
[B] 180
[C] 110
[D] 170
উঃ [A] 150
৬) বুদ্ধির ‘বাছাই তত্ত্ব’ -এর প্রবক্তা কে?
[A] থমসন
[B] স্পিয়ারম্যান
[C] গিলফোর্ড
[D] হেব
উঃ [A] থমসন
৭) ‘A’ বুদ্ধি এবং ‘B’ বুদ্ধির কথা কে বলেন?
[A] হেব
[B] টারম্যান
[C] বিঁনে
[D] ক্যাটেল
উঃ [A] হেব
৮) একটি 12 বছর বয়সের শিশুর মানসিক বয়স 9 বছর, শিশুর বুদ্ধ্যাঙ্ক (IQ) নির্ণয় করুন?
[A] 85
[B] 70
[C] 75
[D] 100
উঃ [C] 75
৯) গিলফোর্ডের বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্ব অনুযায়ী বুদ্ধির মাত্রা গুলি কি কি?
[A] প্রক্রিয়াগত
[B] বিষয়বস্তুগত
[C] ফলাফল
[D] সবকটি
উঃ [D] সবকটি
১০) কোনো শিশুকে পড়ানোর সময় তার কোন বয়সের ওপর গুরুত্ব আরোপ করা উচিত?
[A] ক্রমিক বয়স
[B] বৌদ্ধিক বয়স
[C] প্রাক্ষোভিক বয়স
[D] মানসিক বয়স
উঃ [D] মানসিক বয়স
১১) সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যাঙ্ক সাধারণত কত হয়?
[A] 99-110
[B] 120-139
[C] 100-109
[D] 90-109
উঃ [D] 90-109
১২) মনোবিদগণের মতে বুদ্ধি কি?
[A] নিয়ন্ত্রণাধীন মানসিক ক্ষমতা
[B] অর্জিত মানসিক ক্ষমতা
[C] জন্মগত মানসিক ক্ষমতা
[D] পরিমার্জিত মানসিক ক্ষমতা
উঃ [C] জন্মগত মানসিক ক্ষমতা
১৩) যে বুদ্ধির অভিক্ষা একজন মাত্র শিক্ষার্থীর ওপর প্রয়োগ করা হয় তার নাম কি?
[A] সম্পাদনী অভীক্ষা
[B] ভাষাগত অভীক্ষা
[C] ব্যক্তিগত অভীক্ষা
[D] দলগত অভীক্ষা
উঃ [C] ব্যক্তিগত অভীক্ষা
১৪) আমাদের দেশের বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যে বুদ্ধি অভিক্ষা ব্যবহার করা হয় তা হল-
[A] স্কলাস্টিক অ্যাপটিচুড টেস্টস
[B] অ্যারিথমেটিক্যাল টেস্টস
[C] মানসিক প্রবণতা অভীক্ষা
[D] সবকটি
উঃ [A] স্কলাস্টিক অ্যাপটিচুড টেস্টস
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) কোনটি থেকে ‘মানসিক বয়স’ এবং ‘বুদ্ধ্যঙ্ক’ – এর ধারণা গুলি বিকাশিত হয়েছে?
[A] Validity-co-efficients
[B] ওয়েক্সলার স্কেল
[C] স্ট্যানফোর্ড বিঁনে স্কেল
[D] এগুলি কোনটিই নয়
উঃ [C] স্ট্যানফোর্ড বিঁনে স্কেল
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now