এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) ‘বুদ্ধি’ কথাটির দ্বারা যা বোঝানো হয়, তা হল-
[A] সংগতিবিধানের ক্ষমতা
[B] বিমূর্ত বিষয় বোঝার ক্ষমতা
[C] শিখনের ক্ষমতা
[D] সবকটি
উঃ [D] সবকটি
২) ব্যতিক্রমী শিশু বলতে বোঝায়-
[A] উচ্চ মেধাবী শিশু এবং গুরুতর প্রতিবন্ধী শিশু
[B] গুরুতর প্রতিবন্ধী শিশু
[C] মেধাবী শিশু
[D] প্রতিবন্ধী শিশু
উঃ [A] উচ্চ মেধাবী শিশু এবং গুরুতর প্রতিবন্ধী শিশু
৩) বুদ্ধ্যাঙ্ক নির্ণয়ের সূত্র কোনটি?
[A] (সময়গত বয়স)/(শিক্ষাগত বয়স)×100
[B] (শিক্ষাগত বয়স)/(সময়গত বয়স)×100
[C] (মানসিক বয়স)/(শিক্ষাগত বয়স)×100
[D] (মানসিক বয়স)/(সময়গত বয়স)×100
উঃ [D] (মানসিক বয়স)/(সময়গত বয়স)×100
৪) বুদ্ধি ও সৃজনশীলতার সম্পর্ক কি?
[A] ধনাত্মক
[B] ঋণাত্মক
[C] শূন্য
[D] অনিশ্চিত
উঃ [D] অনিশ্চিত
৫) বুদ্ধির সম্পাদনী অভীক্ষা কে তৈরি করেছেন?
[A] সিএমভাটিয়া
[B] মোহনলাল
[C] এইচ সি রাইস
[D] এস এস জালোটা
উঃ [A] সিএমভাটিয়া
৬) বুদ্ধির নমুনা তত্ত্ব কে দিয়েছেন?
[A] থমসন
[B] স্টর্ন
[C] গিলফোর্ড
[D] স্পিয়ারম্যান
উঃ [A] থমসন
৭) একটি শিশু বুদ্ধ্যাঙ্ক (IQ) জানার জন্য নিচের কোনটি জানা প্রয়োজন?
[A] শিশুটির সময়গত বয়স
[B] পারিবারিক আয়
[C] শিশুটির দক্ষতা
[D] দৈহিক গঠন
উঃ [A] শিশুটির সময়গত বয়স
৮) বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি কোন শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত?
[A] মনোবিদ্যা
[B] শরীরতত্ত্ববিদ্যা
[C] গণিত
[D] জীববিদ্যা
উঃ [C] গণিত
৯) কোন ধরনের মানসিক ক্ষমতা একদিন নির্দিষ্ট বয়স পর্যন্ত বিকশিত হয়?
[A] বিশেষ
[B] সাধারণ
[C] যৌক্তিক
[D] সমস্যা-সমাধানমূলক
উঃ [B] সাধারণ
১০) স্থানিক বৌদ্ধিক ক্ষমতা অধিক থাকে কোন পেশার ব্যক্তিদের মধ্যে?
[A] দার্শনিক
[B] শিক্ষক
[C] বাস্তুকার
[D] সার্জন
উঃ [C] বাস্তুকার
১১) কোনটি ভাষাগত বুদ্ধির অভীক্ষা নয়?
[A] আর্মি আলফা অভীক্ষা
[B] স্টানফোর্ড সংস্করণ
[C] বিঁনে সাইমন অভীক্ষা
[D] ডিয়ারবর্নের ফর্মবোর্ড অভীক্ষা
উঃ [D] ডিয়ারবর্নের ফর্মবোর্ড অভীক্ষা
১২) স্পিয়ারম্যানের মতে একটি কাজ সম্পাদনে-
[A] সাধারণ বুদ্ধির প্রয়োজন
[B] বিশেষ বুদ্ধির প্রয়োজন
[C] সাধারণ ও বিশেষ বুদ্ধির প্রয়োজন
[D] বুদ্ধির কোনো ভূমিকা নেই
উঃ [C] সাধারণ ও বিশেষ বুদ্ধির প্রয়োজন
১৩) গিলফোর্ড বর্ণিত বুদ্ধির তত্ত্বে কয়টি মাত্রার কথা বলা হয়েছে?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি
উঃ [B] তিনটি
১৪) বুদ্ধির SOI Model -এর অর্থ কি?
[A] Structure of Intelligence
[B] Structure of Interest
[C] Structure of Intellect
[D] Structure of Intervention
উঃ [C] Structure of Intellect
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) কোনটি প্রক্রিয়াগত মাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত নয়?
[A] প্রত্যাভিজ্ঞা
[B] স্মৃতি
[C] চিত্রগত
[D] মূল্যায়ন
উঃ [C] চিত্রগত
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now